
সাইকো ....... ধীমান ভট্টাচার্য ( সবজান্তা গামছাওয়ালা ) নেড়ে বিসকুট টা চায়ে চুবিয়ে একটা আরামের কামড় বসাবার আগেই সেটা নেতিয়ে চায়ে পরে গেলো / ধুর ! যেন লজ্জাবতী লতা , কালী বাবু বেশ বিরক্তই হলেন / তবে সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে দেখেই মুখ হা হয়ে গেলো কালী বাবুর , এরকমও হয় ? হুবহু একই নাক ,চোখ , এমন কি নাকের উপর কালো তিল টাও মিলে গেছে / "আরে বাবা হা কইরা দেখতাছেন টা কি ? সরেন দেহি পাশে একটু বই / " কালী বাবু একটু সরে বসে লোকটাকে বসতে দিলেন / কালী বাবুর বিস্বয়ের ঘোর কাটলো যখন ওনার চায়ের গেলাশ টা তুলে একটা আরামের চুমুক দিয়ে সোজা হয়ে বসলো ওই লোকটা ,তারপর একটা টাইগার বিড়ি দাঁতে চেপে , প্যাকেটটা কালী বাবুর দিকে এগিয়ে দিলো / " বড়োই আহাম্মক লোক তো আপনে ? সাইধা আলাপ করলেন , আমার চা ডাও খাইলেন , আপনার মতলব খানা কি ?" ফিশ ফিশ করে কথা গুলো লোকটাকে বলে এদিক ওদিক তাকালেন কালী বাবু , নাহ কেউ কিছু দেখছেনা / লোকটা পিট্ প...