
স্বর্গের চেয়ে প্রিয় , জন্ম ভূমি .... ধীমান ভট্টাচার্য বাবা ময় গেলো কয়েকটা দিন / রামরহিম বলাত্কারী বাবা .... বলি হচ্ছেটা কি ? দেশটা কি জাহান্নামে গেলো ? এই বাবা ময় দেশে বাবাদের বাড়বাড়ন্ত রাজনৈতিক তুষ্টিকরণের মাদ্ধমে / ধর্ম নিয়ে রাজনীতি সে যেকোনো ধর্মই হোক দেশ টাকে কয়েক যুগ পিছিয়ে দিয়েছে ,ভোট ব্যাঙ্কের রাজনীতি ডান বাম সবাই করেন / দেশ চালাবার জন্য যাদের আমরা ভালোবেসে গদী পাইয়ে দি না কেন .. যে যায় লংকায় সেই হয়ে যায় রাবন / এর বহু কারণ আছে , একটি কারণ হলো আমাদের হাতে নতুন কোনো বিকল্প নেই / স্থানীয় রাজনীতি আর অশিক্ষা ,বেকারত্ব আজ ভোট কে চালিত করে / এক সময় স্থানীয় রাজনীতি দেশের জাতীয় রাজনীতে প্রভাব বিস্তার করেছিল বলেই না দেশ স্বাধীন হয়ে ছিল / অনেকে বলবেন মশাই , সময় পা...