ভারতবর্ষ এখন খুবই বিবর্ণ সময় এর মধ্যে দিয়ে যাচ্ছে . যেন বিবর্ণ হয়ে যাওয়া রক্ত মাখা ইতিহাসের ছেড়া পাতা / যদি ভাবেন ইতিহাস বলছি কেন ? তাহলে বলি এমন কিছু ইসু আছে যা কিনা পুরোনো ইতিহাসের কলঙ্ক বয়ে বেড়াচ্ছে / দেশের সমস্ত রাজনৈতিক দলের পলিটিসিয়ান্স রা তাদের কাজের তর্জমা বিভিন্ন রাজনৈতিক সভায় দিয়ে থাকেন , তার সাথে মাঠে ঘাটে , রাস্তায় যারা প্রতিদিন জীবন সংগ্রাম করে চলেছেন তাদের রোজ মরা জীবনের সাথে কোনোই মিল নেই / আমার দেশ এবং আমার রাজ্য শুনি অনেক এগিয়ে গেছে / তবে এতো করাপশন কেন ? এতো ষড়যন্ত কেন ? কেন লোভ দেকিয়ে মানুষ কে পড়াশুনা করতে আনা হয় ? আজ কৃষক আত্তহত্তা করে কেন ? উত্তর আমাদের কাছে না থাকলেও রেস্পেক্টেড পলিটিসিয়ান্সরা জানেন / রাজনৈতিক ছত্রছায়াতে গোষ্ঠী দ্বন্দ্ব গ্যাং ওয়ার এর পর্যায়ে চলে গেছে / কেন যাবেনা" এ লড়াই টাকার লড়াই - এ লড়াই জিততে হবে " / চাকরি নেই বেকার আছে , আছে এ ,বি , সি .... নানা রঙের রাজনৈতিক দল , নানা উপায়ে উপার্জন করার হাতছানি / দোষ তো ওই যুবকদের নয় , সংগঠন কে বাড়াতে এদের কে যারা কাজে লাগাচ্ছে তাদের , এর পর যদি ভালো সংগঠক হও তাহলে তো কথাই নেই , একেবারে দেশের নেতা / মাঝে মাঝে এই সব নেতাদের ভাষণ শুনে এদের বাক্য গঠন এবং ভাষার প্রয়োগ দেখে মনে হয় স্বামী বিবেকানন্দ এক দিন এদের নিয়েই সপ্ন দেখেছেন, বিশ্ব বীর নেতাজি এদের কেই বলেছিলেন " তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব / ষঢ়যন্ত্র যতই থাকুক না কেন ... সর্ষের মধ্যে যে ভুত তা সমাজের অনেক মানুষই জানেন / সত্তর বছর স্বাধীনতার পর ও গরিব মানুষের ন্যূনতম খাদ্য , রাস্তা , ইলেক্ট্রিক , কবরখানা অথবা স্মশান ভোটের ইসু হয়ে ওঠে ... জাত- পাতের - রাজনীতি করে ভোট ব্যাঙ্ক সামাল দেওয়াহয়/ এই বোধ হয় দেশের ভবিতব্ব/ এ আমাদের পরাধীনতা , ডেঙ্গুর মশার থেকেও বড়ো চোষক এবং শোষক দেশের কোণে কোনে বেড়ে চলেছে ... Dhiman Bhattacharjee
ভারতবর্ষ এখন খুবই বিবর্ণ সময় এর মধ্যে দিয়ে যাচ্ছে . যেন বিবর্ণ হয়ে যাওয়া রক্ত মাখা ইতিহাসের ছেড়া পাতা / যদি ভাবেন ইতিহাস বলছি কেন ? তাহলে বলি এমন কিছু ইসু আছে যা কিনা পুরোনো ইতিহাসের কলঙ্ক বয়ে বেড়াচ্ছে / দেশের সমস্ত রাজনৈতিক দলের পলিটিসিয়ান্স রা তাদের কাজের তর্জমা বিভিন্ন রাজনৈতিক সভায় দিয়ে থাকেন , তার সাথে মাঠে ঘাটে , রাস্তায় যারা প্রতিদিন জীবন সংগ্রাম করে চলেছেন তাদের রোজ মরা জীবনের সাথে কোনোই মিল নেই / আমার দেশ এবং আমার রাজ্য শুনি অনেক এগিয়ে গেছে / তবে এতো করাপশন কেন ? এতো ষড়যন্ত কেন ? কেন লোভ দেকিয়ে মানুষ কে পড়াশুনা করতে আনা হয় ? আজ কৃষক আত্তহত্তা করে কেন ? উত্তর আমাদের কাছে না থাকলেও রেস্পেক্টেড পলিটিসিয়ান্সরা জানেন / রাজনৈতিক ছত্রছায়াতে গোষ্ঠী দ্বন্দ্ব গ্যাং ওয়ার এর পর্যায়ে চলে গেছে / কেন যাবেনা" এ লড়াই টাকার লড়াই - এ লড়াই জিততে হবে " / চাকরি নেই বেকার আছে , আছে এ ,বি , সি .... নানা রঙের রাজনৈতিক দল , নানা উপায়ে উপার্জন করার হাতছানি / দোষ তো ওই যুবকদের নয় , সংগঠন কে বাড়াতে এদের কে যারা কাজে লাগাচ্ছে তাদের , এর পর যদি ভালো সংগঠক হও তাহলে তো কথাই নেই , একেবারে দেশের নেতা / মাঝে মাঝে এই সব নেতাদের ভাষণ শুনে এদের বাক্য গঠন এবং ভাষার প্রয়োগ দেখে মনে হয় স্বামী বিবেকানন্দ এক দিন এদের নিয়েই সপ্ন দেখেছেন, বিশ্ব বীর নেতাজি এদের কেই বলেছিলেন " তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব / ষঢ়যন্ত্র যতই থাকুক না কেন ... সর্ষের মধ্যে যে ভুত তা সমাজের অনেক মানুষই জানেন / সত্তর বছর স্বাধীনতার পর ও গরিব মানুষের ন্যূনতম খাদ্য , রাস্তা , ইলেক্ট্রিক , কবরখানা অথবা স্মশান ভোটের ইসু হয়ে ওঠে ... জাত- পাতের - রাজনীতি করে ভোট ব্যাঙ্ক সামাল দেওয়াহয়/ এই বোধ হয় দেশের ভবিতব্ব/ এ আমাদের পরাধীনতা , ডেঙ্গুর মশার থেকেও বড়ো চোষক এবং শোষক দেশের কোণে কোনে বেড়ে চলেছে ... Dhiman Bhattacharjee
Comments
Post a Comment