Posts

Showing posts from November, 2017
Image
 সাইকো .......  ধীমান ভট্টাচার্য ( সবজান্তা গামছাওয়ালা ) নেড়ে বিসকুট টা চায়ে চুবিয়ে একটা আরামের কামড় বসাবার আগেই  সেটা নেতিয়ে চায়ে পরে গেলো / ধুর ! যেন লজ্জাবতী লতা , কালী বাবু  বেশ বিরক্তই  হলেন / তবে সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে  তাকে দেখেই মুখ হা হয়ে গেলো  কালী বাবুর , এরকমও হয় ? হুবহু  একই নাক ,চোখ , এমন কি নাকের উপর কালো  তিল টাও মিলে গেছে /  "আরে বাবা হা কইরা  দেখতাছেন টা কি ? সরেন দেহি  পাশে একটু  বই / "    কালী বাবু  একটু সরে বসে লোকটাকে বসতে দিলেন / কালী বাবুর বিস্বয়ের ঘোর কাটলো যখন ওনার চায়ের গেলাশ টা তুলে একটা আরামের চুমুক দিয়ে সোজা হয়ে বসলো  ওই লোকটা ,তারপর  একটা টাইগার বিড়ি দাঁতে চেপে , প্যাকেটটা কালী বাবুর দিকে এগিয়ে দিলো /  " বড়োই আহাম্মক লোক তো আপনে ? সাইধা আলাপ করলেন ,   আমার চা ডাও  খাইলেন  , আপনার  মতলব খানা কি ?" ফিশ ফিশ করে কথা গুলো লোকটাকে বলে  এদিক ওদিক তাকালেন কালী বাবু , নাহ  কেউ কিছু  দেখছেনা /  লোকটা পিট্  পিট্  করে তাকিয়ে , মিট মিট করে হাসতে হাসতে  বললো - " আরে বাবা এতো ভাবেন কেন ? আমাগো পুরুষ মানুষের এতো ভয় পাইলে চলে ? কাল
Image
পাঁচুবাবু   আর জোড়া ইলিশ ... পড়তে হবে হাসতে হবে বুজতে হবে   / ধীমান ভট্টাচার্য ( সবজান্তা গামছাওয়ালা ) পাচু গোপালের ব্যাড লাক টাই খারাপ / একমাত্র সেই   কবেকার এন্টিক   মেদমত্ত   পত্নী বিশালাক্ষী দেবীর অর্ডার , আজ   বাজার থেকে ইলিশ আনতে হবে / পাঠ কলের কেরানী পাচু গোপালের পকেটের অবস্থা যেমন   পেটের অবস্থাও তেমন / সে যাগগে পুরোনো পাকা সূরার মতই পুরোনো   এন্টিক প্রেম পেকে   টুসটুসে হয় / বিশালাক্ষী   দেবীর মেদমত্ত   রূপ   পাচু বাবুর কাছে পাকা সূরার মতোই   অমৃত / এই   সব কথা ভাবতে ভাবতে কুঁদঘাটের চাকদা   বাজারে উপস্থিত হলেন পাচু গোপাল , টালি নালার   সুগন্ধিত সুভাষে   পাচু বাবুর সম্বিৎ ফিরে এলো / ২৫ ইঞ্চির   বুকের ছাতি ফুলিয়ে মাছের বাজারের দিকে এগিয়ে গেলেন পাচু গোপাল / মাকুর মতন গড়ন   রুপার ন্যায় রূপসী   ইলিশ   সুন্দরীর তন্বি শরীর , ড্যাব ড্যাবে চোখের   মোহময়ী ইশারায়   একেবারে   প্রেমে হাবুডুবু   খেতে খেতে সুরুৎ করে ঝোল   টেনে   জিজ্ঞেস   করলেন : " কেজি কত ?" মাছওয়ালা

26 11 2008 terrorist attack

Image
Image
প্রয়াণ ...... ধীমান ভট্টাচার্য ( সবজান্তা গামছাওয়ালা )  ডাকিছে আমায় সূর্যের আলো-  নিভিছে প্রদীপ শিক্ষা /  চরম প্রবাশে গিয়াছে জীবন -  মহাকাল নীহারিকা /  সুপ্ত রজনী ব্যাক্ত করিছে,  প্রয়ানের দিন লেখা -  আনন্দে জাগে পরম ব্রম্ভ -  জীবনে ভাগ্য শেখা /  ঘুরিতেছি আমি মহাকাল মাঝে -  গলায় মৃত্যু হার /  পরম সত্য দীপ্ত ব্রম্ভ -  করা নারে বাড়ে বার /  জিতিয়েছি আমি সব ব্যাধি ভার -  পরম সত্য ব্রম্ভ /  পেয়েছি নিলয় সাগর মাঝারে -  ভেদিয়াছি চিরো দম্ভ /  তাই তো প্রয়াণ মিত্র আমার -  জীবন কেলিতে মত্ত /  বসেছি আকুল নয়ন মেলিয়া -  কবে আসে সেই সত্য //
Image
https://www.youtube.com/watch? v=Ql_Rj_dHCUI&feature=youtu.be https://www.youtube.com/watch?v=EFNPoTY8EOs&feature=youtu.be https://www.youtube.com/watch?v=sLOhk8jk01E&feature=youtu.be https://www.youtube.com/watch?v=sUs4qigAz6s&feature=share সহবাস ------  ধীমান ভট্টাচার্য ( সবজান্তা গামছাওয়ালা ) সহবাসের কিবা রাত ,কিবা দিন - একঘেয়ে ,ঘেনঘেনে বিনবিনে ঘিনঘিন / হাতে পায়ে ঘষাঘষি , খালি পেটে জেরবার - অসহায় সহবাস  পথ নেই ফেরবার / পেটে যদি নাও খাই ,সহবাস করা চাই   , ঘরে আছে দুটি বড়ো আছে একরত্তি -  সহবাস শিখে যাবে ,গায়ে নাই গত্তি / শহরের এঁদো গলি , শান দেওয়া ফুটপাথ - চোলাইয়ের ঠেক আছে , যৌবন বাজিমাৎ / ঘরে কেনা বাদী আছে,  না খাওয়া যৌবন - সহবাস তবু আছে  কানা মাছি ভন ভন / পুরুষের বীর্যেতে কেনা হয় যৌবন - হায় দেশ ডিজিটাল অলি গলি মৌবন / লেখা আর পড়া আছে , ঘরে ঘরে টাচ ফোন - সহবাসে মেতে আছে ,যন্ত্রনা ধর্ষণ //
Image
बधाई / বাংলার অগ্নি কন্যা মমতা https:// youtu.be/Ql_Rj_dHCUI   via @ YouTube बांदीपुरा में लखवी के भांजे समेत 6 आतंकी ढेर, एक गरुण कमांडो भी शहीद / ये एक छोटासा सबक हे पाकिस्तान के लिए , मिशन आल आउट के मिसाल बनेगा एकदिन जरूर / बधाई और नमन हमारा बहादुर फौजी भाईओ को / लेकिन साबधान , अभी कश्मीर में बर्फ़बारी चल रहा हे इस लिए घुसपैठ कमेगा , लेकिन नपाक पाकिस्तान जरूर बदला लेगा / जिसदिन भारत POK को पाकिस्तान से आजाद करेगा उसदिन हम ये जंग जीतेंगे ओह एक आरपार का जंग होगा ,एक भनायक अंतिम जंग होगा उस दिन लखवी जैसे आतंकवादी का सर काटके भारत में लाया जायेगा / इंडियन पॉलिटिशंस को अगर सच में कश्मीर से प्यार है तो जंग लड़ना है ..... जय हिन्द  কাশ্মীরের বান্দিপোরায় লাখভির ভাগ্নে সমেত ৬ জন পাকিস্তানী আতঙ্কবাদী দের খতম করলো ভারতীয় সেনা / এটা একটা ছোট্ট চেতাবনি পাকিস্তানকে , মিশন অল আউট এক দিন দেশের এক গৌরবময় সেনা অপারেশন হিসাবে গণ্য হবে / কিন্তু সাবধান , এখন কাশ্মীরে বরফ পড়ছে বলে সীমান্তে অনুপ্রবেশ কম হবে কিন্তু নাপাক পাকিস্তান এর বদলা নেবে / যেদিন POK কে পাকিস্তানের হাত থেকে ভারত স্বাধীন

বাংলার অগ্নি কন্যা মমতা

Image
Image
Faruk Abdullah have said in his team meating that india have to leave dreaming to capture POK. This words of faruk abdulaah are hearing like china and gaddar. After this word I got remembered the words of Mirjafar. After the mission all out of soldiers in Kashmir,this words of faruk Abdullah pushing our soldiers back from its courage. Government of india needs to give punishment like gaddar huriyaat politicians. Army Chief Bipin Rawat have said war will take new turns and texture and strategy india need to upgrade by that sense. Army chief have said right words. To capture POK and to give required answer to china inda have to fight a final war. পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের, এই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই ফের বেফাঁস কথা বললেন ফারুক আবদুল্লা। উরির বারামুলায় দলীয় কর্মীদের সভায় তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীরের দাবি ছেড়ে তা ফিরে পাওয়ার লড়াই থামিয়ে দিক ভারত। ফারুক আবদুল্লার মতো অপদার্থ গদ্দার ভারতবর্ষে আছে যত দিন ততদিন কাশ্মীর সমস্যা সমাধান শিকে তুলে রাখতে হবে /
Image
রসগোল্লা যদি প্রেয়সী হয় তবে গোটা ভারত তার প্রেমিক / ত্রিকোণ প্রেমে জিতেগেল বাংলা , কারণ বাঙালি চিরকালই  প্রেমিক / কাব্বিকপ্রেম , কলাপ্রেম , এবং খাদ্য প্রেম  বাঙালির সহজাত / পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ময়রা নবীনচন্দ্র দাশ ১৮৬৮ সালে প্রথম রসগোল্লা উদ্ভাবন করেন বলে অনেক ইতিহাসবিদ স্বীকৃতি দিয়েছেন। তবে জগন্নাথ দেব ও যদি  রসগোল্লা খেতে ভালোবাসেন  তাহলেও  বাঙালির আনন্দের  কথা / কলকাতার রসগোল্লার স্বাদ  বাঙালি কেন ভারত ছাড়িয়ে গোটা পৃথিবীতে /  সুতরাং  রসগোল্লা বলতেই  পারে " আমি  কলকাতার  রসগোল্লা"//                                                                                                          ধীমান ভট্টাচার্য ( সবজান্তা গামছাওয়ালা )
Image
https://www.youtube.com/watch?v=sUs4qigAz6s&feature=share

তবু মনে রেখো

Image
Image
সবাই রাজার দেশে ধীমান ভট্টাচার্য ( সবজান্তা গামছাওয়ালা )  গুন্ডা রাজা ,ষণ্ডা রাজা -  সবাই রাজার দেশে /  মন্ত্রী বাবুর জামাই রাজা -  রামছাগলের দেশে /  সবাই যখন দেশের রাজা -  দুঃখ কিবা আর ?  শুধুই রাজা মণ্ডা খাবেন -  গরিব খাবে মার /  রামছাগলের বেশে রাজা -  খাবেন কাট মানি /  কালো টাকা সফেদ হবে -  রাজার পেটে জানি /  পিঠে খেলে পেটে সয় -  সবাই রাজার দেশে /  নোট বন্দি পেট বন্দি -  গরিব শহীদ হেঁসে /  খিদের কথা বললে -  রাজা বলেন সর্বনাশ /  বিরোধীরা রাজা সেজে -  করেন হাহুতাশ /  সবাই রাজার দেশের কথা -  বলবো কত আর /  চোখ মুদলেই সফেদ হবে -  কালো টাকার সার //  নোট বন্দি তে ভবিষ্যতে কি হবে ভবিষ্যাৎ ই বলবে / বর্তমানে মানুষের মরণ কষ্ঠের কথা কে বুজবে , যে দেশের কৃষক ঋণের দায়ে আত্মহত্যা করেন / যেদেশের বহু মানুষ নাখেয়ে মারাযান সে দেশে হটাৎ আর্থিক পরিকাঠামোর আমূল পরিবর্তন অপরিণত বুদ্ধির পরিচয় দেয় / কালা দিন ঘোষণা করে -  টুইটারে নিজের মুখ কালা করে দেশের মুখ কালা করবো কেন? আমরা বাংলার সাধারণ মানুষ সংস্কৃতি দিয়ে ও ভোটের সময় ব্যালট বাক্সে এর প্রতিবাদ করবো / অযথা আমার মুখ কালা করবো কেন ? মাথা উঁচু করে ব

dhiman presentation

Image

patriotic

Image
Image
Image
রুদ্র / ধীমান ভট্টাচার্য ( সব জান্তা গামছাওয়ালা )  রুদ্র অনলে জ্বালাইবি মোরে ভিনদেশি রাক্ষসী ?  রুদ্র পূজারী ভীম বাহু আমি মুক্ত ভারতবাসী /  ভালোবাসা দিলে , নিতে পারি আমি প্রেমের ভীষণ জ্বালা -  রক্ত মাগিলে ,বয়ে দিবো আমি সোনিত রক্ত নালা /  বীর ধরণীতে লোয়েছি জনম করেছি ভীষণ পণ -  দেশের কর্ম , দেশের ধর্ম আমার পরম ধন /  ইংরেজ যবে ছিল তবে আমি ভাঙিয়াছি কারাগার -  ভীষণ যাতনা সহিয়াছি আমি বুক পেতে বার বার /  ভায়ের রক্তে খেলিতেছ তুমি ভিনদেশি রাক্ষসী -  ঘৃণা আসে মনে কহিতে তোমাকে নির্মল প্রতিবেশী /  খঞ্জর মারো পিছে মোর আসি ছায়া হয়ে বার বার -  শেষ রণে তমে বুঝায়ে যাইবো ,বিজয় শক্তি কার /  মহামানবের সাগর ভারত ,বীর মোর সহোদর -  সর্পের সাথে খেলা করি আমি , সিংহের সাথে ঘর /  তোমার মতন ক্ষুন্ন মনোন হৃদয়ে নেইকো মোর -  সময় আসিবে সম্মুখ রণে কাটিবে তোমার ঘোর //
Image
                                                                                              প্রতিবাদী ....  ধীমান ভট্টাচার্য ( সব জান্তা গামছাওয়ালা )                                                                                                                                                                    বিরাট রাজ্যের জ্যেষ্ঠ পুত্র , বাহিরিছে পুরো দর্শনে -                                                                                                রাজ্ পথ তাই   ধুলাময় আজ হর্ষ খুরের ঘর্ষণে /                                                                                        দান খয়রাতি   ঘোষণা হইবে , গরিবের দল ছুটিছে -                                                                                                শিশু কোলে লয়ে ছুটিছে রমণী -                                                                                                               ঘরে খালি জল ফুটিছে     / .