রুদ্র / ধীমান ভট্টাচার্য ( সব জান্তা গামছাওয়ালা ) 
রুদ্র অনলে জ্বালাইবি মোরে ভিনদেশি রাক্ষসী ? রুদ্র পূজারী ভীম বাহু আমি মুক্ত ভারতবাসী / ভালোবাসা দিলে , নিতে পারি আমি প্রেমের ভীষণ জ্বালা - রক্ত মাগিলে ,বয়ে দিবো আমি সোনিত রক্ত নালা / 
বীর ধরণীতে লোয়েছি জনম করেছি ভীষণ পণ - দেশের কর্ম , দেশের ধর্ম আমার পরম ধন / ইংরেজ যবে ছিল তবে আমি ভাঙিয়াছি কারাগার - ভীষণ যাতনা সহিয়াছি আমি বুক পেতে বার বার / 
ভায়ের রক্তে খেলিতেছ তুমি ভিনদেশি রাক্ষসী - ঘৃণা আসে মনে কহিতে তোমাকে নির্মল প্রতিবেশী / খঞ্জর মারো পিছে মোর আসি ছায়া হয়ে বার বার - শেষ রণে তমে বুঝায়ে যাইবো ,বিজয় শক্তি কার / 
মহামানবের সাগর ভারত ,বীর মোর সহোদর - সর্পের সাথে খেলা করি আমি , সিংহের সাথে ঘর / তোমার মতন ক্ষুন্ন মনোন হৃদয়ে নেইকো মোর - সময় আসিবে সম্মুখ রণে কাটিবে তোমার ঘোর //


Comments

Popular posts from this blog