Faruk Abdullah have said in his team meating that india have to leave dreaming to capture POK. This words of faruk abdulaah are hearing like china and gaddar. After this word I got remembered the words of Mirjafar. After the mission all out of soldiers in Kashmir,this words of faruk Abdullah pushing our soldiers back from its courage. Government of india needs to give punishment like gaddar huriyaat politicians. Army Chief Bipin Rawat have said war will take new turns and texture and strategy india need to upgrade by that sense. Army chief have said right words. To capture POK and to give required answer to china inda have to fight a final war.

পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের, এই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই ফের বেফাঁস কথা বললেন ফারুক আবদুল্লা। উরির বারামুলায় দলীয় কর্মীদের সভায় তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীরের দাবি ছেড়ে তা ফিরে পাওয়ার লড়াই থামিয়ে দিক ভারত। ফারুক আবদুল্লার মতো অপদার্থ গদ্দার ভারতবর্ষে আছে যত দিন ততদিন কাশ্মীর সমস্যা সমাধান শিকে তুলে রাখতে হবে / একজন পাক্কা গদ্দারের মতন কথা বলেছেন ফারুক আবদুল্লা। প্রসঙ্গত মীরজাফরের কথা মনে পরে যাচ্ছে / একজন ভারতবাসী হিসেবে বলে রাখি ফারুক আবদুল্লার নাপাক স্বপ্ন কোনোদিন সফল হবে না / পাকোধিকৃত কাশ্মীর আমাদের ভারতের অঙ্গ / ভবিষ্যতের যুদ্ধ আরও ‘জটিল’, ‘হাইব্রিড’ হবে। প্রচলিত পন্থার পাশাপাশি লড়াই চলবে অপ্রচলিত ক্ষেত্রেও। ফলে পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। বাড়াতে হবে বাহিনীর সক্ষমতা। এমনটাই মনে করেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ঠিক কথাই বলেছেন / একদিকে যখন ভারতীয় জবান রা যখন কাশ্মীরে মিশণ অল আউটএ সাফল্য পাচ্ছেন তখন গদ্দার ফারুক সাহেবের কথা বিপদজনক/ চীনের ভাষায় কথা বলছেন গদ্দার ফারুক / ভারতের খাবো পয়সা করবো আর ভারতের পিছনে ছুরি মারবো এ হতে পারে না / ভারত সরকারের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত / একেই বলে বুড়োর ভীমরতি / ১৯৪৭ সালে ইংরেজ ভারত ছাড়ে / কিন্তু মুশকিল হলো এই উপমহাদেশের সমস্ত রাজ্য আগের রাজাদের হাতে চলে যায় / সমস্ত অঙ্গ রাজ্য ভারতের সাথে সংযুক্ত হওয়ার সম্মতি প্রকাশ করলেও রাজা হরি সিংহের সুবুদ্ধি আসে অনেক পরে /যেহেতু কাশ্মীর পাকিস্তান ও ভারতের হরি সিংহ ফিকির খোঁজেন কোন দেশের সাথে যাবেন ,/ পাকিস্তান কিন্তু তা সহ্য করেনি তারা কাশ্মীর আক্ক্রমণ করে এর পরের কথা ইতিহাস এর পরে জাতি সংঘ পর্যন্ত চলেযায় ঘটনা / যত গন্ডগোল ওখানেই / সুতরাং POK মুক্ত করতেই হবে পাকিস্তানের হাত থেকে দরকার পড়লে শেষ যুদ্ধ লড়তে হবে // ------- জয় হিন্দ ..... বন্দে মাতারাম ধীমান ভট্টাচার্য ( সবজান্তা গামছাওয়ালা )
রুদ্র / ধীমান ভট্টাচার্য ( সব জান্তা গামছাওয়ালা )
রুদ্র অনলে জ্বালাইবি মোরে ভিনদেশি রাক্ষসী ?
রুদ্র পূজারী ভীম বাহু আমি মুক্ত ভারতবাসী /
ভালোবাসা দিলে , নিতে পারি আমি প্রেমের ভীষণ জ্বালা -
রক্ত মাগিলে ,বয়ে দিবো আমি সোনিত রক্ত নালা /
বীর ধরণীতে লোয়েছি জনম করেছি ভীষণ পণ -
দেশের কর্ম , দেশের ধর্ম আমার পরম ধন /
ইংরেজ যবে ছিল তবে আমি ভাঙিয়াছি কারাগার -
ভীষণ যাতনা সহিয়াছি আমি বুক পেতে বার বার /
ভায়ের রক্তে খেলিতেছ তুমি ভিনদেশি রাক্ষসী -
ঘৃণা আসে মনে কহিতে তোমাকে নির্মল প্রতিবেশী /
খঞ্জর মারো পিছে মোর আসি ছায়া হয়ে বার বার -
শেষ রণে তমে বুঝায়ে যাইবো ,বিজয় শক্তি কার /
মহামানবের সাগর ভারত ,বীর মোর সহোদর -
সর্পের সাথে খেলা করি আমি , সিংহের সাথে ঘর /
তোমার মতন ক্ষুন্ন মনোন হৃদয়ে নেইকো মোর -
সময় আসিবে সম্মুখ রণে কাটিবে তোমার ঘোর //



Comments

Popular posts from this blog