সবাই রাজার দেশে ধীমান ভট্টাচার্য ( সবজান্তা গামছাওয়ালা ) 
গুন্ডা রাজা ,ষণ্ডা রাজা - সবাই রাজার দেশে / মন্ত্রী বাবুর জামাই রাজা - রামছাগলের দেশে / 
সবাই যখন দেশের রাজা - দুঃখ কিবা আর ? শুধুই রাজা মণ্ডা খাবেন - গরিব খাবে মার / 
রামছাগলের বেশে রাজা - খাবেন কাট মানি / কালো টাকা সফেদ হবে - রাজার পেটে জানি / 
পিঠে খেলে পেটে সয় - সবাই রাজার দেশে / নোট বন্দি পেট বন্দি - গরিব শহীদ হেঁসে / 
খিদের কথা বললে - রাজা বলেন সর্বনাশ / বিরোধীরা রাজা সেজে - করেন হাহুতাশ / 
সবাই রাজার দেশের কথা - বলবো কত আর / চোখ মুদলেই সফেদ হবে - কালো টাকার সার // 
নোট বন্দি তে ভবিষ্যতে কি হবে ভবিষ্যাৎ ই বলবে / বর্তমানে মানুষের মরণ কষ্ঠের কথা কে বুজবে , যে দেশের কৃষক ঋণের দায়ে আত্মহত্যা করেন / যেদেশের বহু মানুষ নাখেয়ে মারাযান সে দেশে হটাৎ আর্থিক পরিকাঠামোর আমূল পরিবর্তন অপরিণত বুদ্ধির পরিচয় দেয় / কালা দিন ঘোষণা করে - টুইটারে নিজের মুখ কালা করে দেশের মুখ কালা করবো কেন? আমরা বাংলার সাধারণ মানুষ সংস্কৃতি দিয়ে ও ভোটের সময় ব্যালট বাক্সে এর প্রতিবাদ করবো / অযথা আমার মুখ কালা করবো কেন ? মাথা উঁচু করে বাঁচবো , মাথা উঁচু করে মরবো , সামান্য তথা কথিত রাজনৈতিক চাপে মাথা কাটা গেলেও নত হবেনা / বন্দে মাতারাম ....... জয় হিন্দ

Comments

Popular posts from this blog