প্রয়াণ ...... ধীমান ভট্টাচার্য ( সবজান্তা গামছাওয়ালা ) 
ডাকিছে আমায় সূর্যের আলো- নিভিছে প্রদীপ শিক্ষা / চরম প্রবাশে গিয়াছে জীবন - মহাকাল নীহারিকা / 
সুপ্ত রজনী ব্যাক্ত করিছে, প্রয়ানের দিন লেখা - আনন্দে জাগে পরম ব্রম্ভ - জীবনে ভাগ্য শেখা / 
ঘুরিতেছি আমি মহাকাল মাঝে - গলায় মৃত্যু হার / পরম সত্য দীপ্ত ব্রম্ভ - করা নারে বাড়ে বার / 
জিতিয়েছি আমি সব ব্যাধি ভার - পরম সত্য ব্রম্ভ / পেয়েছি নিলয় সাগর মাঝারে - ভেদিয়াছি চিরো দম্ভ / 
তাই তো প্রয়াণ মিত্র আমার - জীবন কেলিতে মত্ত / বসেছি আকুল নয়ন মেলিয়া - কবে আসে সেই সত্য //

Comments

Popular posts from this blog