বাংলা আবার প্রমান করলো বাংলাই মননে সংস্কৃতিতে বিশ্ব সেরা কন্যাশ্রী রাষ্ট্যসংঘের মঞ্চ থেকে ছিনিয়ে নিয়ে এলো বিশ্ব সেরার খেতাব / মমতা ব্যানার্জীর এক ঘঠনাত্মক প্রয়াস এই কন্যাশ্রী / ধন্যবাদ মমতা দেবী কে , ধন্যবাদ কান্নাযশ্রী প্রকল্পের  সাথে যুক্ত সকল আধিকারিক কে, এদর অক্লান্ত সহযোগিতা এবং বিদ্যালয় গুলির প্রকৃত সহযোগিতা ছাড়া এই প্রকল্প এতদূর এগোতে পারতোনা / আজ বাংলার গর্বের দিন তথা ভারতবর্ষের গর্বেরদিন / একজন শিক্ষা কর্মী এবং একজন চিত্রকর হিসেবে আমার মননে আনন্দ প্রকাশ করার ক্ষমতা নেই / ভারতবর্ষ এবং বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, তবে আমার প্রশ্ন স্বাধীনতার সত্তর বছর পরে এমন পরিবার আছে যাদের ফার্স্ট জেনারেশন পড়াশোনা করছে এরকম কেন হবে ? নারীশক্তি নিয়ে আমরা বড়ো বড়ো কথা বলি ছবিও আঁকি তবুও , স্কুলছুট বালিকাদের বিদ্যালয়ের শিক্ষার আদর্শে আবহে বাঁধতে কেন কোনো উপায়ে সরকারকে বারকরতে হবে ? লিটারেসি এবং এডুকেশন এক নয়, বাংলা তথা ভারতের মানুষ কে এডুকেটেড করতে হবে / আপনার মতো সবাই কেন হবেন না ? আপনি যে ভাবে ভাবেন আপনার অনেক কাছের মানুষ এভাবে কেন ভাবেন না ? সব আপনি জানেন / আপনার মতো প্রকৃত বাংলার মানুষ তৈরী করতে হবে ভার আপনাকেই বহন করতে হবে / রবীন্দ্র নাথ বলেছেন " শিক্ষা কে আমরা চিরকাল বহন করে চললাম বাহন করতে পারলাম না "/ আমার একটি লেখা পাঠালাম ভারতের এবং বাংলার প্রকৃত সত্য জানতে পারবেন / ভারতবর্ষ এখন খুবই বিবর্ণ সময় এর মধ্যে দিয়ে যাচ্ছে . যেন বিবর্ণ হয়ে যাওয়া রক্ত মাখা ইতিহাসের ছেড়া পাতা / যদি ভাবেন ইতিহাস বলছি কেন ? তাহলে বলি এমন কিছু ইসু আছে যা কিনা পুরোনো ইতিহাসের কলঙ্ক বয়ে বেড়াচ্ছে / দেশের সমস্ত রাজনৈতিক দলের পলিটিসিয়ান্স রা তাদের কাজের তর্জমা বিভিন্ন রাজনৈতিক সভায় দিয়ে থাকেন , তার সাথে মাঠে ঘাটে , রাস্তায় যারা প্রতিদিন জীবন সংগ্রাম করে চলেছেন তাদের রোজ মরা জীবনের সাথে কোনোই মিল নেই / আমার দেশ এবং আমার রাজ্য শুনি অনেক এগিয়ে গেছে / তবে এতো করাপশন কেন ? এতো ষড়যন্ত কেন ? কেন লোভ দেকিয়ে মানুষ কে পড়াশুনা করতে আনা হয় ? আজ কৃষক আত্তহত্তা করে কেন ? উত্তর আমাদের কাছে না থাকলেও রেস্পেক্টেড পলিটিসিয়ান্সরা জানেন / রাজনৈতিক ছত্রছায়াতে গোষ্ঠী দ্বন্দ্ব গ্যাং ওয়ার এর পর্যায়ে চলে গেছে / কেন যাবেনা" লড়াই টাকার লড়াই - লড়াই জিততে হবে " / চাকরি নেই বেকার আছে , আছে ,বি , সি .... নানা রঙের রাজনৈতিক দল , নানা উপায়ে উপার্জন করার হাতছানি / দোষ তো ওই যুবকদের নয় , সংগঠন কে বাড়াতে এদের কে যারা কাজে লাগাচ্ছে তাদের , এর পর যদি ভালো সংগঠক হও তাহলে তো কথাই নেই , একেবারে দেশের নেতা / মাঝে মাঝে এই সব নেতাদের ভাষণ শুনে এদের বাক্য গঠন এবং ভাষার প্রয়োগ দেখে মনে হয় স্বামী বিবেকানন্দ এক দিন এদের নিয়েই সপ্ন দেখেছেন, বিশ্ব বীর নেতাজি এদের কেই বলেছিলেন " তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব / ষঢ়যন্ত্র যতই থাকুক না কেন ... সর্ষের মধ্যে যে ভুত তা সমাজের অনেক মানুষই জানেন / সত্তর বছর স্বাধীনতার পর গরিব মানুষের ন্যূনতম খাদ্য , রাস্তা , ইলেক্ট্রিক , কবরখানা অথবা স্মশান ভোটের ইসু হয়ে ওঠে ... জাত- পাতের - রাজনীতি করে ভোট ব্যাঙ্ক সামাল দেওয়াহয়/ এই বোধ হয় দেশের ভবিতব্ব/ আমাদের পরাধীনতা , ডেঙ্গুর মশার থেকেও বড়ো চোষক এবং শোষক দেশের কোণে কোনে বেড়ে চলেছে ... Dhiman Bhattacharjee

Comments

Popular posts from this blog

दूध मानगो तो खीर देंगे ... अगर कश्मीर मांगोगे तो जहन्नुम में भेजेंगे ... जय हिन्द ... बन्दे मातरम https://youtu.be/S0f1fdQ_cCQ https://youtu.be/B6_pNd0KE9E