অব্বেক্ত  কথন .....  ধীমান  ভট্টাচার্যী

ভারত বর্ষ সূর্যের  এক নাম , ঠিকই তো  সূর্যের  মতো  বীর্যবান উজ্জ্বল  ছিল  এই দেশ , মহামানবের  সাগর ছিল এই দেশ  ,সাদা চামড়ার  দানব  এই দেশ কে গ্রাস করতে পারে নি , কিন্তু আজ  সব অতীত  /রাহুর গ্রামে  সেই   সূর্যে  আজ গ্রহণ  লেগেছে  /  বড়ো রা  বলতেন  ঘোর  কলিকাল , একালে  হাতে স্বামী বিবেকানন্দের  বই  থাকবে  কিন্তু তার  আদর্শ  থাকবে না , কবিগুরুর  মতো  দাড়ি  থাকবে , কিন্তু  রবীন্দ্র নাথ  থাকবেন নাশিক্ষাঙ্গন  থাকবে  কিন্তু  শিক্ষার্থী  থাকবেন না / বেকার থাকবে  কিন্তু  চাকরি থাকবে না / কিন্তু কি থাকবে ? থাকবে  এক দল  মুখোশ  পড়া মানুষ  যারা এই  দেশ  চালাবেন , এরাই  তৈরী  করবেন  জাত ধর্মের ছোট  বড়ো/ কেউ  কোনো  জাত  বা ধর্মের  মানুষ  কে  তোষণ  পোষণ  করে  ক্ষমতা আখরে ধরে থাকতে  চাইবেন , কেউ চাইবেন  মানুষের  খাদ্যাভ্যাস  পাল্টে  দিতে / আর  আমরা সাধারণ  মানুষ  থাকবো চোখ বুজে , কারণ   আমরা শুধু  আমাদের টুকু  বুঝবো, নেশা , বারবনিতা , কূপমণ্ডূকতা  অহংকারে  বুধ হয়ে থাকবো / মানুষ  লিটারেটেড  হবেন কিন্তু এডুকেটেড  হবেন না , কারণে  শত্রু  দেশ তার ফায়দা লুটবে /   আচ্ছা  এগুলো তো আমার মন বানানো  গল্প , কিন্তু  আপনি যদি  একজন সুস্থ সংস্কৃতির  মানুষ হন  তাহলে নিজেকে জিজ্ঞাসা  করুন আমার গল্পের কতটা  সত্যি  /  গল্প তো সবাই বলেন , নেতা  বলেন , অভিনেতা  বলেন , ইন্টেলেক্চুয়ালরা বলেন , ব্যবসাদার বলেন , আজ কাল  আবার  শুনছি ডাক্তার রাও ডিগ্রি নিয়ে গল্প  ফাঁদছেন / তাহলে  আমি যদি একটা  সাদা মাটা গল্প আপনাকে শুনাই  তাতে  দোষ কোথায় ? দেশে গরু মারলে কত কান্না কাটি  হয় , কিন্তু  কৃষক মরলে  শুধু  তার অভাগা  পরিবার কাঁদে / সীমান্তে  ফৌজি ভাই মরলে  গান স্যালুট  দেওয়া হয় এবং হয়তো কিছু টাকা অথবা কিছু প্রতিস্রুতি , কিন্তু  তার  নব বধূর  হৃদয়ে  আঁকা  নতুনের  স্বপ্ন  কোন নেতা ফিরিয়ে দেয় / স্বাধীনতা, স্বাধীনতা নয়  এক চুক্তি , ব্রিটিশ এর  কাছ থেকে  আমাদের স্বাধীনতা হাত বদল হয়ে  গেছে  সেই মুখোশ পড়া মানুষ গুলোর হাতে /      

Comments

Popular posts from this blog