যদি  ভাবো  খাছ  আমায়  ভুল  ভেবেছো .......  সকালে  উঠে  দেখি  খিদেতে  আমাকে  খেয়ে  নিচ্ছে / খবরের  কাগজ  হাতে নিলে  খবর গুলো  ঘুরপাক খাচ্ছে / সেদিন  আপিস থেকে  ফেরার সময় অফিস টাইমের  ট্রেনে  কোনো রকমে উঠে একটা জায়গা পেলাম , বাদাম ওয়ালাকে দেখেই  মনে হলো একটু  বাদাম খাই .... সবাই  তো  খাচ্ছে  আমি  খেলে  দোষ কিট্রেনের জানলার  ওপাশ  থেকে  একটি  ছোট্ট  হাত  এসে বললো " বাবু  দুটো পয়সা দেবে ?" খেতে  পারলামনা  ওই  পাঁচ টাকা  দিয়ে দিলামআসলে  আমরা খাচ্ছি না  আমাদের  খাওয়া হচ্ছেএক  দিন  ট্রেনেই  এক বৃদ্ধা  কোনো রকমে  লাঠি নিয়ে  এসে  কাঁপতে  কাঁপতে  আমার  সামনে দাঁড়ালেন , আমি উঠে ওনাকে  বসবার  অনুরোধ করলাম  উনি  নিলেন নাআমার  গর্ব  বোধ  হলো  সেই  বৃদ্ধা মায়ের  আত্মসম্মান  বোধ দেখে , কিছুক্ষণ  পরে  অতি  জীর্ণ  একটি  ব্যাগ থেকে  একটা  শুখনো  রুটি বার করে  টুক টুক করে খেতে  থাকলেন / দেশে  গরু কে  মানুষ  খাচ্ছে , আবার  মানুষের  জীবন খাচ্ছে  গরু / বেশ মজার নয় কিদলিত  ভাতে এবং হাতে মার্ খাচ্ছে , শিশু কিছু  না খেয়ে এসে  বিদ্যালয়ের  এক হাতা মিডডে মিল  খাচ্ছে , সীমান্তে  জবান গুলি খাচ্ছে , রেপিস্ট  যৌবন  খাচ্ছে , নুতন যৌবন  ড্রাগ খাচ্ছে , আবার বড় বাবু  ঘুষ  খাচ্ছেকেউ  কেউ  আবার  ঘুষ  এবং  ফুটেজে  খাচ্ছেনএই  শেষের  মানুষ গুলোই  আসলে  আমাদের  সবাইকে  খাচ্ছে / হাসি আসে  , আর কত দিন  খাবে ....  যদি  ভাবো  খাচ্ছো   আমায়  ভুল  ভেবেছো /

Comments

Popular posts from this blog

It’s enough with speech … give reply with bulletshttps://youtu.be/S0f1fdQ_cCQ It’s enough with speech … give reply with bullets If you have some time … please check the video for your nation