সোশ্যাল নেটওয়ার্ক সবাই করেন কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক কে ,কে কিভাবে ব্যবহার করবেন সেটা তার উপর নির্ভর করবে / গ্যাজেট সবার হাতে পৌঁছেছে
কিন্তু প্রকৃত শিক্ষা ও সংস্কৃতি স্বাধীনতার সত্তর বছর পর ও কি পৌঁছেছে ? ফেক খবর কে বিচার করার মতো ক্ষমতা কি আজও সবাইয়ের আছে ? যারা 
নিজের কথা দেশের এবং দেশের মানুষের কথা সোশ্যাল নেটওয়ার্কএর মাদ্ধমে প্রকাশ করেন গণতান্ত্রিক দেশে তাদের মত প্রকাশের অধিকার আছে , হয়তো 
কারো কারো পছন্দ নাও হতে পারে , কিন্তু মত প্রকাশের অধিকার অধিকার কেউ হরণ করতে পারেনা / গ্যাজেট এর প্রকৃত প্রয়োগ করার শিক্ষা এখনো সবার
হয়েছে কি ? আকাশ অনেক বড়ো আমরা যাতে কূপমণ্ডুক না হয়ে পড়ি সেটা নির্ভর করে সেই মানুষ টির সংকৃতির ও শিক্ষার উপর ? দেশ কি সেই শিক্ষা
সবাইকে দিতে পেরেছে ? যারা সোশ্যাল নেটওয়ার্ক কে ব্যবহার করে অপকীর্তি করছেন তাদের বিরুদ্ধে দেশের আইনের সাহায্যে ব্যাবস্তা নেওয়া প্রয়োজন
,কিন্তু যারা দেশ এবং নিজের আদর্শের জন্য সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করেন তাদের বিরুদ্ধে যারা কথা বলেন তারা কি ভেবেছেন ? মত প্রকাশের
অধিকার সবার আছে / এ অধিকার সবার অধিকার , ভারতের অধিকার / বন্দে মাতারাম ..... জয় হিন্দ / ধীমান ভট্টাচার্যী
00
REPLY

Comments

Popular posts from this blog

It’s enough with speech … give reply with bulletshttps://youtu.be/S0f1fdQ_cCQ It’s enough with speech … give reply with bullets If you have some time … please check the video for your nation