স্বর্গের চেয়ে প্রিয় , জন্ম ভূমি .... ধীমান ভট্টাচার্য
 বাবা ময় গেলো কয়েকটা দিন / রামরহিম বলাত্কারী বাবা .... বলি হচ্ছেটা কি ? দেশটা কি জাহান্নামে গেলো ? এই  বাবা ময় দেশে বাবাদের বাড়বাড়ন্ত রাজনৈতিক  তুষ্টিকরণের মাদ্ধমে / ধর্ম নিয়ে রাজনীতি  সে যেকোনো ধর্মই হোক দেশ টাকে কয়েক যুগ পিছিয়ে দিয়েছে ,ভোট ব্যাঙ্কের রাজনীতি  ডান বাম সবাই করেন / দেশ চালাবার জন্য যাদের আমরা ভালোবেসে গদী পাইয়ে দি না কেন .. যে যায় লংকায় সেই হয়ে যায় রাবন / এর বহু কারণ আছে , একটি কারণ হলো আমাদের হাতে   নতুন কোনো বিকল্প নেই / স্থানীয় রাজনীতি আর অশিক্ষা ,বেকারত্ব আজ  ভোট কে চালিত করে /  এক সময়  স্থানীয় রাজনীতি  দেশের জাতীয় রাজনীতে  প্রভাব বিস্তার করেছিল বলেই না দেশ স্বাধীন হয়ে ছিল / অনেকে বলবেন মশাই , সময়  পাল্টেছে , এই সব বস্তাপচা ঐতিহাসিক রাজনীতির কথা ছেড়েদিন /  আমি বলি  রানৈতিক দল গুলি  যতই পরিসংখ্যান দিন না কেন  ভারত যে  কত টা পিছিয়ে পড়েছে  তা ওনারা জানেন / বাংলা এক দিন ভারত কে পথ দেখাতো , আর আজ সেই বাঙালি কোই ? নেহেরু  আর সুভাষের  জীবন নিয়ে রাজনীতি  দেশের সবথেকে  রহস্যপূর্ণ  রাজনীতি /  আধুনিক  হওয়া মানে আধুনিক অনুসন্ধান  এবং সৎ সংস্কৃতি গ্রহণ , নতুন প্রজন্মের কিছু  ভালো ছেলে ,মে  , এখনো  বেড়ে উঠছেন  যারা অনেক কিছু করতে চান , কিন্তু  এই রাজনৈতিক অপসংস্কৃতিকে তারা ঘৃণা করেন / দেশের সুরক্ষা ও ভারতীয় রাজনীতি তে এর প্রভাব চোখে পড়বার মতো / ইন্দিরা জী  ১৯৭১ এর যুদ্ধে  পাকিস্তান কে দুটুকরো করেছিলেন - যখন ভারত যুদ্ধের জন্য তৈরী ছিল না / মনের জোর  আর মানুষের প্রতি  ভালোবাসা ১৯৭১ এর  ঐতিহাসিক জয় এনেছিল / আর আজ যে সরকারই  দেশ চালান না কেনো  কাশ্মীর ইস্যু নিয়েও রাজ্ নীতি  হচ্ছে , আজ যদি অন্য কোনো রাজনৈতিক দল দেশ চালাতেন তাহলেও  এই  রাজনীতি  হতো ,  দেশের  তুষ্টি করণ রাজনীতিই  দুই  ভাই কে আলাদা করে দিচ্চে / পাকিস্তান থেকে  ডোকলাম , চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড এক রাজনৈতিক নাগপাশ  ,যা কিনা এশিয়ার একটি বড়ো অংশ কে আর্থিক ভাবে পরাধীন করতে অগ্রসরমান / কূটনৈতিক  যুদ্ধের সাথে সাথে  যদি যুদ্ধের প্রয়োজন হয় তবে  তাই করতে হবে /  তথাকথিত  রাজনৈতিক  দল গুলি  যদি  তোষণ পোষণ এর রাজনীতি কে  সত্যি পছন্দ না করে থাকেন  তবে দেশের জন্য একত্রিত হন ...  কারণ - স্বর্গের চেয়ে প্রিয় , জন্ম ভূমি ....

Comments

Popular posts from this blog