রামরহিম
ভাইরাল ..... ধীমান
ভট্টাচার্য ( সবজান্তা
গামছাওয়ালা )
মুখার্জী
বাবু পান
খান , আমিও
খাই , মুখার্জী
বাবুর একটা ছোট্ট ভুরি
আছে আমারও আছে
/ বেশ মিল দুজনের
, তাই খুব
ভালোলাগে , রবি
বারের বাজারে
কথা হয়/
কোনো দিন
উনি পান
খাওয়ান কোনো
দিন আমি
, যাক সে
কথা , আজ
রোববার কিন্তু মুখার্জী বাবুকে বাজারে দেখতে না
পেয়ে একটু আহত
হলাম , ভাবলাম
ফেরার পথে
একবার ওনার
বাড়িতে ঢু
মেরে যাবো
/ দু হাতে
বাজার ভর্তি থলে
, নিম্ন মদ্ধবিত্ত হাটু
তে ব্যথা
,তবুও যেতে হবে বন্ধু বলে
কথা / মুখার্জী
বাবুর বাড়ির আগে আস্তাবলের মাঠ
, মাঠের ধরে
একটি বটবৃক্ষ
, আমার মনে
হলো মুখার্জী
বাবু দু
হাত তুলে লাফাচ্ছেন
/ মনে মনে ভাবলাম
চালসে পড়া
৪৮ বছরের চোখ একটু এগিয়ে
দেখি , ওমা সেকি এতো
মুখার্জী বাবু
! গাছের মাথায়
একটা মৌচাকের দিকে দু
হাত তুলে লাফাচ্ছেন আর
বির বির
করে বলছেন হানি
... মানি ....হানি
... মানি ....
/ সর্বনাশ এতো রামরহিম
ভাইরাল, সারা
দেশে হচ্ছে কিন্তু কলকাতায়
? নাহ, মুখার্জী
বাবু কে
বাঁচাতেই হবে
, আমিও মুখার্জী বাবুর প্যান্টটুলুন
ধরে ঝুলে
পড়লাম / উনিও লাফান আমিও
ঝুলি কেউ ছাড়বো
না , ধস্তা
ধস্তি / হটাৎ আমার
টাকে এক
চাটা , কে
যেন আমায় ধরে
ঝাঁকাচ্ছে আর
বলছে ," দশটা বাজে পরে
পরে নাক
ডাকবেন আর
বুড়ো বয়সে
হানি .....
হানি ... মানি
....হানি ... মানি
.... / বুঝলাম
এটা দুঃস্বপ্ন
..... নিম্ন মধ্যদিত্ত সমাজ
..... রামরহিম
ভাইরালে চেয়ে
গেছে / মনে
মনে হেসে
ফেললাম //
Comments
Post a Comment