হীরক রাজার দেশে   ----  ধীমান ভাররাচার্য  ( সব জান্তা গামছাওয়ালা )




গোটা দেশ টাই হীরক রাজার দেশ হয়ে গেছে / ছোট ছোট পায়রার খোপের মতো পুট্টি মারা ফ্লাট গুলো যেন যন্তর মন্তর...... মন্ত্র হলো আমি আর তুমি আর আমাদের সন্তান এই আমাদের পৃথিবী / ভার মে যায় দেশ / দড়ি বাঁধবে কে আর টানবে কে ? আমরা বাং - গালি .... গালী খাই কি সাধে ? মাছে ভাতে বাঙালি , দুধে ভাতে বাঙালি ,  উত্তম কুমার এ মগ্ন বাঙালি , রবীন্দ্র সংগীত এ বাঙালি , একান্নবর্তী বাঙালি , ইস্টবেঙ্গল মোহনবাগানে বাঙালি , সত্যজিতের  বাঙালি , অমর্তের বাঙালি কবেযে পিৎজার বাঙালি হয়ে গেলো  আর কবেযে বুদ্ধিমান তেজস্বী  বাঙালি  খোকা বাবু  বাঙালি হয়ে গেলো তা আমাদের মতন মূর্খ  মানুষ বোঝবার সময় পেলাম কোথায় ? আমরা ছিলাম পড়াশোনা কম করা ডানপিটে  ছেলে তবুও চাঁদা  তুলে বন্যার ত্রাণ অথবা পাড়ার ছোটোখাটো  কাজে লাগবার হলে লাগতাম , বছরে এক বার নাটক , বিনা পয়সায় বসে আঁকো , ১৫ অগাস্ট এ পতাকা তোলা এবং ফুট বল প্রতিযোগিতা করতাম / কিন্তু সেসব  আজ  কোথায় ? ওই অল্প বয়সে  মনের দিক থেকে  আমরা অনেক বড়ো ছিলাম ,আমাদের  মনে কিশোর ও ছিলেন রবীন্দ্রনাথ ও ছিলেন ....  কিন্তু  আজ খালি খোকাবাবু / আজ ঘরে ঘরে ডাক্তার ,ইঞ্জিনিয়ার/  ওপর দিকে গলি গলি তে বৃদ্ধাশ্রম / জানিনা এক দিন হয়তো  আমাকেও বৃদ্ধাশ্রমে শেষ দিন গুলি কাটাতে হবে /  তবুও বলবো বাঙালি আজ মারা গেছে , এরকম  সুবিধা বাদী  বাঙালির বাড়বাড়ন্ত  এ রাজ্যে অল্প কিছু দিনের মধ্যে প্রভাব ফেলতে বাদ্ধ /

ভালো জনে রইলো ভাঙা ঘরে , আর মন্দ জনে সিংহাসনে চড়ে .........

ধীমান ভাররাচার্য  ( সব জান্তা গামছাওয়ালা )
হীরক রাজার দেশে


Comments

Popular posts from this blog