ঘূর্ণাবর্ত
ধীমান ভট্টাচার্য ( সব
জান্তা গামছাওয়ালা )
অন্ধকারটা বেশ
ভালো , আলোর চেয়ে বেশি
-
নববধুর নরম হাত সেই অঅন্ধকারেই
-
বুকের উপর আরো আপন
করে পেয়েছিলো
অমিতাভ /
মায়ের স্তনের দুফোটা অমৃত রাতের অন্ধকারে
-
পান করে অদৃষ্ঠের হাত
ধরে অভিশপ্ত
-
আলোকে পা রাখে অমিতাভ
/
আজ যখন অন্ধকার
চারিদিকে স্বপ্নময় -
ভ্রূণের নব
জন্ম/ যেন একটা ঘূর্ণাবর্ত -
আবার সেই আলো, ট্রিগার
টা এবার বেশ -
শক্ত করে ধরবে অমিতাভ -
কথা দেয় অদৃষ্ট
কে /
এটাই অমিতাভর
শেষ থেকে শুরু //
বীর
শহীদ অমিতাভ মালিকের
প্রতি
আমার শ্রদ্ধার্ঘ - আবার
এস
অমিতাভ //
Comments
Post a Comment