তবু মনেরেখ
/
ধীমান ভট্টাচার্য ( সব জান্তা গামছাওয়ালা
)
আমার আঁকা আমার
লেখা -
যদি তোমার হৃদয়ে
দাগ না কাটে
তবু মনে রেখো /
তবু মনে
রেখো , তোমার বন্ধুর -
ছেড়া পাতার এক কলম শুধু তোমারি /
তুলিকার আঁকিবুকি তো
তোমারি প্রতিচ্ছবি
/
রোজকার ওঠাবসা , নাটকের মাঝে
-
লাস্ট বেঁচে বসা আকাশ দেখা বাউল
মনটাকে -
তবু মনে
রেখো /
তোমার স্বাধীনতা ধর্ষণ করে যারা -
শীর্ণ দুটি হাত গলা টিপে ধরে
উত্তঙ্গ -
লিঙ্গের অধিকারী বীর্যবান
/
বিদ্রোহ করা কলম ও
তুলিকার আঁকাবাঁকা
পথে -
আশা দেখার অদম্য
ইচ্ছেটাকে তবু
মনে রেখো //
Comments
Post a Comment