আমার প্রথম দুঃখের কান্না -   ধীমান ভট্টাচার্য (সব জান্তা গামছাওয়ালা )
জীবনের  অনেক কথাই  আজ মধ্যে বয়সে মনে মনে রোমন্থন করি / অনেক কিছু হারিয়েছি  আবার বেশ কিছু পেয়েছি /  হারিয়ে গেছে  শৈশব , হারিয়ে গেছে শাসন , হারিয়ে গেছেন বাবা  মা , শীতের দুপুরে মিঠে রোদ্দুরে ফুল কপি দিয়ে কই মাছ খাওয়া  , একান্নবর্তী  পরিবারে ঠাকুমার কাঁথার তলায় শুয়ে মহালয়া শোনা / আর পাঁচটা  নিম্ন মদ্ধ বিত্ত পরিবারে যেরকমটা হয়ে থাকে /  অনেক কষ্ট করে আঁকা লেখা আর আকাশ দেখা , আকাশ সেই ছোট বেলা থেকে  আমার সাথে কথা বলে  আজও তাই এইটা কিন্তু  হারায় নি / অনেক কিছু হারিয়ে যাওয়ার সাথে হারিয়ে গেছে  বাঘা /  বাঘা ছিল  আমাদের  পারার লাট সাহেব , একটা দেশি কুকুর / প্রত্যেকেই  বাঘাকে  ভালোবাসতো / মাছের কাটা থেকে পুলি পিঠে সবই জুটতো বাঘার পাতে / আজকের দিনে  গল্পের মতো শোনালেও  আগেকার মানুষেরা ওরকমই  ছিলেন /
                                       
                                                   একদিন অনেক রাতে  সেজো কাকার শোবার ঘর থেকে  আমার দাদু  একটা আওয়াজ পেলেন , পরে উঠানে পায়চারি করতে থাকলেন , আমার ঠাকুমার চোখে পড়লো ঘটনাটা / ঠাকুমা  দাদু কে  বললেন : "কি গো শরীর ডা খারাপ লাগতাছে ?  "  দাদু  উত্তর দেননা / অবশ্য তার কারণ ও আছে  এতো দিন  ঠাকুমার কাছে  বাংলা দেশে দাদু  ছেলে  বেলায় যে কত বড়ো বীর ছিলেন  তার গল্প গাছা শুনিয়েছেন   তা এক লহমায় ভুলুন্ঠিত হবে / তবুও  দাদু  নিরুপায় হয়ে ঠাকুমাকে  বললেন ;   " বুড়োটার  ঘরে চোর ঢোকছে  " ( বুড়ো আমার সেজকাকার ডাক নাম ) / ব্যাস শুরু হয়ে গেলো  ঠাকুমার  মা শীতলা কে ডাকা  আর বার বার বাথরুমে যাওয়া / সে এক তুলকালাম কান্ড / আমার বাবা সেজো কাকার ঘরের সামনে থেকে  একটা ভাঙা লাঠি নিয়ে  হম্বি তম্বি করতে লাগলেন /  কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে ? অবশেষে সেজকাকা এসে দরজা খুললেন আর বাঘা বীর বিকক্রমে লেজ নাড়াতে নাড়াতে বেরিয়ে এলো , এই ছিল বাঘা / আমার খুব মনে আছে , সেদিন  রাতে মা আমাকে ভাত বেরে দিচ্চিলেন , হটাৎ  আমার এক বন্ধু ছুটে এসে খবর দিলো  ঘাট পারে ( পুকুর পারে ) বাঘা মরে পরে আছে /
আমার সব কিছু যেন থেমে গেলো , ভিতর দিয়ে শত দুঃখ  অশ্রু হয়ে ডুকরে উঠলো / মা আমাকে বুকে চেপে ধরলেন , আজ ও লিখতে বসে অশ্রুর করুন আবেদন উপলব্ধি করতে পারছি / জীবনে সেই  প্রথম আপন জন কে হারাবার কষ্ট  পেলাম , সেই শুরু  শেষ হবে আমাকে দিয়ে , বাঘা আমাকে বুঝিয়ে দিলো আপন কাকে বলে  / আমার প্রথম দুঃখের কান্না //             

Comments

Popular posts from this blog