জম্মু ও কাশ্মীর সীমান্তে
ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তানের সেনাবাহিনী।
যখন দেশের এক প্রান্থে
দিওয়ালির দীপ গ্রিনিজ বুকে নাম
লুলে ফেললো , অপর দিকে রাম
লালার সন্তান আমার
দেশের মহান
যোদ্ধারা পাকিস্তানের গুলির
জবাব দিচ্ছেন / রাম যদি আদর্শ হয়ে
থাকে , তবে রাম
রাজত্ব হবেনা
কেন ? আবার যদি রামরাজত্ব হয়ে
থাকে তবে
৭০ বছর ধরে পাকিস্তান
নামক রাবনের অত্যাচার
কেন সহ্য করতে হবে
? আসলে - রাম
নাম জপনা
অউর পড়ায়া মাল
আপনা / নেহেরু থেকে মোদী সবাই রাম
কে আপনা মানলেও দেশ
বাসি কে পড়ায়া
ভেবে এসেছেন
/ রজৌরি ও পুঞ্চে চারজন
করে সাধারণ মানুষ জখম হয়েছেন। এই মানুষ
গুলো কি ভগবান
রামের সন্তান নয় ? পড়েছি অযোধ্যায় রাবন
কে বধ করার পর
রাম এসেছিলেন পুস্পক রথে
চড়ে / আর কলি কালের রাম
এলেন হেলিকাপ্টার চড়ে. এখানেই শেষ
নয় , রাম আবার যোগী
সাহেব কে জড়িয়ে
ধরলেন / আধুনিক
সমাজের বুদ্ধিমান মানুষেরা এটাকে নাটক
ছাড়া আর
কি বলবেন ? আজ বিজেপি সরকার কাশ্মীর
ইস্যু নিয়ে কংগ্রেস
কে দোষ দেবে আর কংগ্রেসও
তাই করবে
/ আসলে গদী ময় এ
দেশের রাজনীতি তে ৭০
বছর ধরে হীরক রাজারা
রাজ্ করে
এসেছেন ( যদিও
ইন্দিরা গান্ধী ছাড়া ) / নিপীড়িত শোষিত না খেতে পাওয়া ভারত
বাসি আজও পরাধীন
/ নাহলে রামরাহীমের মতো
লোক ভগবান
হয়ে ওঠে / এদেশে দশ
চক্রে ভগবান ভূত হয়েছেন
, কোথাও রাম
কে নিয়ে নাটক হচ্ছে আবার
কোথাও আমারি
ভাই পাকিস্তানের গুলি
খাচ্ছে / কাশ্মীরের মানুষের
প্রতি আমাদের
দেশের পলিটিসিয়ান্সরা যে
কত টা সহানুভূতিশীল
সেটা আমরা দুঃখের সাথে
অনুভব করি / ওই যে
বললাম এদেশে দশ
চক্রে ভগবান ভূত হয়েছেন সেই
কবে / তিনি রামই হন অথবা রহিম
//
এদেশে দশ
চক্রে ভগবান ভূত
ধীমান ভট্টাচার্য ( সব
জান্তা গামছাওয়ালা )
Comments
Post a Comment