সমীকরণ ..... ধীমান ভট্টাচার্য ( সব জান্তা গামছাওয়ালা )
ডোকলামে ফের রাস্তা গড়তে শুরু করেছে চিন /ডোকলাম আমাদের, সেখানে সেনা মোতায়েন নিয়ে প্রশ্ন করবেন না,দাবি চিনা বিদেশমন্ত্রকের /
এটাতো হবারই ছিল / নেহেরুর সময় থেকেই চীন ভারত কে তাদের আসল চেহারা দেখিয়ে আসছে / চীন ও পাকিস্তান দুই প্রতিবেশী তাদের ফেক নীতি নিয়ে রাজনীতি করে / ভারত সরকারের নমনীয় এবং অতি সহনশীল মনভাব দুই প্রতিবেশীকে সুযোগ করে দিয়েছে / এতো দিন পৃথিবী ভারত কে একটি নরম অতি সহনশীল দেশ বলে জেনেছে , গত বছরের একটি সার্জিক্যাল স্ট্রাইক দেশের মুখ বাঁচলেও ,এই নিয়ে রাজনীতি অনেক হয়েছে / বিজেপি সরকার এখনো নিজের পিঠ বাজিয়ে চলেছেন , কংগ্রেস এবং অনেক রাজনৈতিক দল এর বিরোধিতা করেছে / কাশ্মীর এবং ডোকলাম নিয়ে এদেশেও কম রাজনীতি চলছে না / মনে রাখতে হবে আর্মি বড়ো কোনো অ্যাকশন নিতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্ট এর আদেশ ছাড়া করতে পারে না / মাঝে মাঝে আর্মি আধিকারিকরা মিডিয়ার সামনে এসে হওয়া গরম করছেন , এছাড়া তাদের উপায় নেই , মুখ তো বাঁচাতে হবে / হয়তো এটাও ভারতীয় রাজনীতির কূটনৈতিক চাপ / যদিও পাকিস্তান সম্পর্কে পৃথিবীর অনেক দেশের মনোভাব পাল্টিয়েছে , কিন্তু রাশিয়ার অবস্থান অনেকটা নড়বড়ে / ওয়ান বেল্ট ওয়ান রোড , উত্তর কোরিয়ার সেচ্চারিতা , ভারত , আমেরিকা ও জাপানের কাছেআসা, এ সময় একটা বড়ো সমীকরণের ইঙ্গিত যেমন দিচ্ছে , সেরকম পৃথিবী হয়তো ভয়ঙ্কর তৃতীয় বিশ্ব যুদ্ধের দিকে এগোচ্ছে / যদি ধরি বিশ্ব যুদ্ধের পরিস্থিতি আসে তবে ভারতের অবস্থান কি হবে ? বুদ্ধাঙ্গ সরাণাং গচ্ছামি না যুধাং দেহি / তবে ভারতের পক্ষে অতিসহজে সবকিছু এড়িয়ে যাওয়া অসম্ভব / ভারত চাক অথবা না চাক যুদ্ধ ভারত কে ডাকছে / চাণক্যের কূটনীতি দিয়ে দেশ কে বেশিদিন বাঁচিয়ে রাখতে পারবে না মোদী সরকার/ মোদী কে ইন্দিরা গান্ধীর কাছ থেকে শিখতে হবে , অনেক প্রতিকূলতা সত্ত্বেও ১৯৭১ এ পাকিস্তান দুটুকরো হয়েছিল /
ধীমান ভট্টাচার্য ( সব জান্তা গামছাওয়ালা )
Comments
Post a Comment