লাভ জেহাদের নামে নারকীয় হত্যাকাণ্ড রাজস্থানে, জীবন্ত পোড়ান হল মালদার বাসিন্দাকে / নতুন নতুন ভাষা , নতুন নতুন উগ্রতা যেন ভারতবর্ষ কে গ্রাস করে চলেছে / একি বর্বর অশান্ত সময় ? ওরা করা ? আমি অতি মূর্খ অতি সামান্য মানুষ লাভ জেহাদের অর্থ আমাকে বুঝিয়ে বলবেন ? কেন মানুষ মানুষ কে মারছে? হাসি পায় / কিসের লাভ আর কিসের জেহাদ ? জেহাদের অর্থ আজ নির্মম হত্যা ছাড়া আর কিছুই নয়/ জেহাদের অর্থ সংগ্রাম; কোনো নির্দিষ্ট উদ্দেশ্য লাভের জন্য সমগ্র শক্তি নিয়োগ করাকে বোঝানো হয়। "আল্লাহের পথে সংগ্রাম করা" হিন্দু অথবা মুসলিম কেউই ধার্মিক কোনো অর্থ কে বিকৃত করে মানুষ কে মারতে পারেন না / লাভ জেহাদের নামে ধর্ম বিদ্বেষ , ভাই ভাইয়ের রক্তে রাঙা হয়ে উঠেছে আমার জন্মভূমি / আমরা হিন্দু মুসলমান মাথা উঁচু করে বাঁচবো আমরা ভারতবাসী কোনো রাজনৈতিক দলের অনুগ্রহ গ্রহণ আমরা করবো কেন ? আজ পাকিস্তান একটি নাপাক রাষ্ট্র জেহাদের নামে আমাদের দেশের হিন্দু মুসলমান , শিক , ইশাহী নির্বিশেষে খুন করছে / বেশি দিন নয় কাশ্মীরে হিন্দু শহীদ ভায়েদের সাথে মুসলমান ভায়েরা শহীদ হয়েছেন /আমাদের দেশে বিকৃত জেহাদের স্থান নেই , জেহাদ যদি করতে হয় তবে হিন্দু মুসলমান একত্রিত হয়ে নাপাক পাকিস্তানী আর্মি আর আতঙ্কবাদীদের বিরুদ্ধে মহা সংগ্রাম লড়ার ডাক দিন / আমরা মহান দেশের নাগরিক কেউ বা কারা আমাদের ভুল বোঝাবার সাহস পাবেনা , জেহাদ যদি করতে হয় তবে হিন্দু মুসলমান একত্রিত হয়ে অশিক্ষার বিরুদ্ধে মহা সংগ্রাম লড়ার ডাক দিন / জেহাদ যদি করতে হয় তবে হিন্দু মুসলমান একত্রিত হয়ে গরিবীর বিরুদ্ধে মহা সংগ্রাম লড়ার ডাক দিন / জেহাদ যদি করতে হয় তবে হিন্দু মুসলমান একত্রিত হয়ে ভ্রষ্টাচারের বিরুদ্ধে মহা সংগ্রাম লড়ার ডাক দিন / প্রেম ভালোবাসা যদি সৎ হয়ে থাকে তবে মানুষ খুন করে তাকে থামিয়ে দেওয়া যায় না / আমরা সাহসী , আমরা বীর সংগ্রাম আমাদের করতেই হবে আর সে হবে মহা সংগ্রাম মহা যুদ্ধ ,তৈরী থাকুন ঈশ্বর বা আল্লাহ যাকেই পিতা মানুননা কেন সময় আপনাদের বুঝিয়ে দেবে // 
কোরে তোলো মোরে মানুষ - সত্যি করের মানুষ / যারা কাঁদে ওদের সাথে, যারা করেনা ভয় পদমর্যাদার - যারা ঘৃণা করে বিলাসিতার . যারা ত্যাগ করে দেয় ওদের জন্য সব স্বার্থ - আমি হবো তাদের মতোই / আমি ঘৃণা করি তাদের - যারা ভায়ের রক্ত শোষে / হত্যা করে নিজের স্বার্থে - অক্ষমতার রোষে , তারা অপদার্থ / আমি হবো তাদের মতো , যারা ত্যাগ করে সব স্বার্থ // ধীমান ভট্টাচার্য ( সবজান্তা গামছাওয়ালা )

Comments

Popular posts from this blog