দাদা আপনি কেমন আছেন ?
পাকিস্তানের কি ভাগ্য বলুনতো গুজরাত নির্বাচনে পাকিস্তান হলো এক্কা / দেশের প্রধান ইস্যু হলো জাতীয়তাবাদী সেন্টিমেন্টে সুড়সুড়ি বিজেপি সুড়সুড়ি দেয় কংগ্রেস মহা আনন্দে তার উপর আরো সুড়সুড়ি দিয়ে ব্যাপার টা কে একেবারে নোলেনগুড়ের সন্দেশ বানিয়ে ফেলে / পাকিস্তানে যেমন কাশ্মীর ইস্যু বেঁচে থাকলে পলিটিক্স টা বেঁচে থাকবে , সেরকম ভারতবর্ষে পাকিস্তান ( নতুন অ্যাড হয়েছে চীন ) ইস্যু বেঁচে থাকলে রাজনীতিতে থাকা যাবে / হপফ করে বলাযায় ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলই পাকিস্তান ও চীন এর বিরুদ্ধে বড় কোনো অ্যাকশন নেবেনা / সার্জিক্যাল স্ট্রাইক ইন্ডিয়ান আর্মির কৃতিত্ব , যদিও মোদীজির সবুজ ঝান্ডা ছাড়া এটা করাযেত না , সেই সময়কার রাজনৈতিক চিত্রপট ও সাধারণ মানুষের সেন্টিমেন্টের কথা ভাবতে হবে / দেশে তোষামোদি রাজ্ চলছে , প্রতিটি রাজ্যে খোলা চোখে তাকিয়ে দেখুন আমার ভাই উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ গুজরাট থেকে আসাম সর্বত্র / প্রতিটি রাজনৈতিক দলের অসংস্কৃতিক মনস্ক নেতা আছেন যারা সংঘঠক বলে পার্টিতে আদর পান তারা উত্পটাং বক্তব্য পেশ করছেন / ভাই আমরা যদি সত্যি জাতীয়তা বাদী হই তবে আমরা স্বাধীন মানুষ হবো / আমাদের জন্য রাজনীতি ,রাজনীতির জন্য আমরা নোই / সরকারি কর্মচারীরা যেমন সরকারের চাকর ,তেমনি সরকার আমাদের .... দেশের সমস্ত হিন্দু মুসলমান শিখ ইশাহী ভায়েরা আমরা যদি সত্যি জাতীয়তা বাদী হই তবে আর বোকা হবেন না / আমরা যেমন কোনো একটি রাজনৈতিক দল কে নির্বাচিত করছি , সেরকম প্রতিটি কাজ বুঝে নেবার দায়িত্ব আমাদের / আপনাকে কেউ যদি প্রশ্ন করেন " দাদা আপনি কেমন আছেন ?"
আপনি বলেন ভালো / কতদিন আর মিথ্যে বলবেন ? ভয় পান , ভাই আমরা যারা ভীতু তারা প্রতিদিন মরে //
ধীমান ভট্টাচার্য ( সবজান্তা গামছাওয়ালা )

Comments

Popular posts from this blog