Full moon like burned chapatti. পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি
By Dhiman Bhattacharjee

One day one friend of mine have asked that why I only draw nude human art work. I smiled and said open your sunglass first. A country where there is no food, no culture, and no education the people of that country are naked. We call ourselves intellectual and educated but we wear sunglass to hide these naked world. A famous poet of Bengal named kavi Sukanto Bhttacharjee written that “purnimar chand jeno jholshano ruti”. My this artwork is dedicated to sukanto bhattacharjee as he have said “purnimar chand jeno jholshano ruti”.

As the two teachers have done sexual torture with just 4 year old girl, this is the main example that we are wearing sunglass to hide this naked country.
উগ্রতা প্রকটতা শিক্ষা সংস্কৃতি কে গ্রাস করেছে / শিক্ষক তাদেরই হওয়া উচিৎ যারা আদর্শ কে মেনে চলেন ,অর্থের জন্য আর রাজনৈতিক সংগঠন করার জন্য নয় / শিক্ষা বেলাবার ঐশ্বরিক শক্তি খালি রুটি রুজি নয় , যারা শিক্ষক হয়ে জানোয়ারের মতো কাজ করে তাদের ফাঁসি দেওয়া উচিৎ / আমার শিক্ষক মহাশয়দের ,আজ শ্রদ্ধার সহিত স্মরণ করি , কত টাকা বেতন পেতেন ? তাদের জীবন শৈলী আজ প্রণম্য / আসলে আজ পুঁথিগত বিদ্যার হাত ধরে যারা শিক্ষক হন তারা নৈতিক ভাবে আর আদর্শগত ভাবে কতখানি শিক্ষক অথবা শিক্ষিকা হবার উপযুক্ত / ভারতীয় শিক্ষা বেবস্থা ভেঙে পড়েছে / জিডি বিড়লার শিশুছাত্রীর যৌন নিগ্রহকারীদের, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই //

ধীমান ভট্টাচার্য ( সবজান্তা গামছাওয়ালা )/ 

Comments

Popular posts from this blog