প্রেয়সীর প্রতি (প্রেমের কবিতা) ....... ধীমান ভট্টাচার্য ( সবজান্তা গামছাওয়ালা )

একদিন যবে প্রদীপ নিভিবে ,
ছায়া ঘনাইবে বাটে -
শীতল মরণ রথে চড়ি আসি ,
নৃত্য করিবে নাটে /

বারিধারা যেন আমার পরশ ,
তোমার আঁখিতে আসি -
জীবন মরণ একাকার করি ,
আকুল সাগরে ভাসি /

আমার পরশ আমার স্পর্শ ,
যতলেখা , কত গান /
শত চুম্বনে তোমার নয়নে -
গাহিবে বিরহ গান /

যত দিন ছিনু তোমার গেহেতে
গন্ধ যুথিকা সমো -
আজি সেই রীতে ,
গন্ধ মালিকা দেহেতে জড়ায়ে মমো /

যদি ভেবেথাক প্রেমিকা আমার -
প্রেম গেয়ে গেলো শেষ ,
দিগন্ত শেষে চেয়ে দেখে নিও -
আমার পাহিবে রেশ /

নুতন সাজেতে আমারে খুজিও,
রাখাল বাঁশির শুরে -
আমি নেই তবু প্রেয়সী আমার ,
প্রেম আসে ঘুরে ঘুরে //

Comments

Popular posts from this blog