ভাষা দিবসে বাংলার প্রতি অবিচারের প্রতিবাদ হোক বাংলা ভাষায় / কৃষকের আত্মহত্যা থেকে ভারতের অখণ্ডতা ,ভ্রষ্টাচার থেকে আতঙ্কবাদ কাশ্মীর থেকে কন্যাকুমারী বাঙালি গর্জে উঠুক / যেরকম বাঙালি ছিলেন নেতাজি , রবীন্দ্রনাথ , স্বামীজী , নজরুল , যেরকম বাঙালি ছিলেন বরকত ,রফিক ,সে রকম বাঙালি হয়ে উঠে বাংলা ভাষায় প্রতিবাদ উঠুক / ধর্ম ও জাত পাতের রাজনীতি নিপাত যাক , আবার বাঙালি মাথা উঁচু করে বুক ফুলিয়ে প্রতিবাদ করতে শিখুক .... মোদের গরব মোদের আশা .... ও মরি বাংলা ভাষা /

আপিসের বছর শেষের হিসেব নিকেশ এর চাপে একেবারে জেরবার ,তার উপর আবার ট্রেনের গন্ডগোল ,ভাষা দিবসে গলদ ঘর্ম বাঙালির তবুও এই দিনটাকে মনেরাখা / বাংলা তো মাতৃ দুগ্ধ , আর সেই টানে আপিস থেকে এসে রাত ১০ টা ২০ তে কিছু লেখার আনন্দ উপভোগ করলাম /

মাতৃ দুগ্ধ
ধীমান ভট্টাচার্য ( সবজান্তা গামছাওয়ালা )

মাতৃ দুগ্ধ বাংলা আমার -
বাঙালির যত আশা ,
বাঙালির মান ,বাঙালির গান -
ও মরি বাংলা ভাষা /

একই মায়ের বিভাজিত স্তন -
রাজনীতি কাটা তারে,
মনি কোঠা জুড়ে ইতিহাস স্মৃতি -
উস্কায় বারে বারে /

বরকত আর রফিকের মতো
সব বাঙালির আশা -
সবার উপরে সোনার বাংলা ,
আমার বাংলা ভাষা //

Comments

Popular posts from this blog