Today Dol yatra,  today children are playing holi with red colour and enjoying. And on the other hand holi is taking place in Syria with the blood of the children. Every night in Kashmir young ones stay awake because they scare of mortar. From Neheru’s time many soldiers and young ones left their life being crushed between politics. Children must be allowed to enjoy their childhood and be allowed to live in peace and out of fear. Small countries like ours must send a message to the international community and put forth strong condemnation of the slaughtering of innocent civilians in Syria. War is rarely justifiable, and especially like the one in Syria can never be justified. We hope that common sense will prevail over war mongers in Washington and Moscow. We can no longer see children with blood all over them. The Syrian people have gone through enough of pain and suffering. Let all sides end this nonsense war.
আজ দোল যাত্রা ... একদিকে যখন দেশের সকল শিশু ফাগুয়ার রঙে রাগিয়ে তুলেছে শিশুমন , অপর দিকে সিরিয়ায় শিশু রক্ত নিয়ে চলছে হোলি খেলা ... কাশ্মীরে পাকিস্তানী গলার ভয়ে বন্দ বিদ্যালয় রাতের পর রাত খোলা আকাশের নিচে কাটছে শিশুর ভয়ার্ত দুটি চোখ অথচ রাজার কোনো হেল দোল নেই
কাশ্মীর সমস্যা যদি সমাধান করে ফেলতে পারা যায় তবে রাজনৈতিক ক্ষতি .... নেহরুর সময় থেকে চলে আসছে এই রাজনীতি আর তার মাঝে পরে মরছে কাশ্মীরের মানুষ দেশের সৈনিক ... কূটনৈতিক তৎপরতার সাথে চাই সৈনিক সাহসী পদক্ষেপ / আগামীকাল দোল, পরদিন হোলি। রঙিন ভিড়ে মানুষের মন অনুবাদ করছে ঋতুকে।এসবের মাঝে কেই বা চাইবে মৃত্যু নিয়ে ভাবিত হতে, সে বড় ধুসর। সত্যিই তো রঙে মাতোয়ারা মুখগুলোর সাথে সিরিয়ার রাস্তায়, ভগ্নস্তূপে, হাসপাতালে, মর্গে, বন্দুকের নলের প্রান্তে থাকা বাচ্চাগুলোর মুখগুলো কি বেমানান মিল! এখানে আবির-রাঙা, ওখানে রক্ত-রাঙা। দু লাল। লাল রঙ আছড়ে পড়ছে ভার্চুয়াল মননে, ঘেঁটে দিচ্ছে আনন্দ পরিসর। আমরা কেউ কেউ কিছু বলার চেষ্টা করলেও বেশিরভাগ মানুষ আত্মানন্দে মগ্ন তিনি নেতাই হন বা অভিনেতা ... একজন সুস্থ চিন্তার মানুষ হয়ে জন্মেছি বলে প্রতিবাদ করি ..... ভৎসনা তোমায় পৃথিবী .... শিশুর বাসযোগ্যতা তোমাতে আর নেই

বিশ্ব যুদ্ধ ...... ধীমান ভট্টাচার্য (সবজান্তা গামছাওয়ালা

বিশ্ব যখন চাহিছে যুদ্ধ
তোমার কি যায় আসে
প্রতিদিন লরি জাত পাত লয়ে
জড়াইছি নাগপাশে

বিশ্ব আজিকে ক্ষুদ্র হয়েছে
বিরাট হয়েছে ছায়া
আতঙ্ক আজি বিশ্ব ভ্রমিয়া
হরিছে সকল মায়া

কদম কদমে বাকযুদ্ধে
দম্ভের মরীচিকা
রক্ত লোলুপ জিঘাংসার নেশা
প্রতিদিন জিজ্ঞাসা

রাজার নীতিতে যুদ্ধ মহড়া
কাশ্মীর ডোকলাম , জাপান কোরিয়া
আমেরিকা আজ জপিছে যুদ্ধ নাম

ইতিহাস মাঝে হিরোশিমা কাঁদে
জেগেছে বিহেথনাম
বিশ্ব যখন চাহিছে যুদ্ধ
মানুষের কি বা দাম //

Comments

Popular posts from this blog