দুষ্টুমি ফন্দি /
ধীমান ভট্টাচার্য ( সবজান্তা গামছাওয়ালা )
পূর্ণিমা সন্ধ্যায় ,ঘরে এলো লক্ষ্মী -
কাট ফাটা রোদ্দুরে চুপ কাক পক্ষী !
মাঝ রাতে নামধরে করা নারে দরজায় ,
সাবধান / নিশি ডাকে -
সারা কেউ নাহি দেয় /
ধীমান ভট্টাচার্য ( সবজান্তা গামছাওয়ালা )
পূর্ণিমা সন্ধ্যায় ,ঘরে এলো লক্ষ্মী -
কাট ফাটা রোদ্দুরে চুপ কাক পক্ষী !
মাঝ রাতে নামধরে করা নারে দরজায় ,
সাবধান / নিশি ডাকে -
সারা কেউ নাহি দেয় /
খোকা খুকু দুলে দুলে মন দেয় নামতায় -
শুনি নাকি ভীমসেন এসেছিলো আমতায়?
টক ,ঝাল ,মিষ্টি তে ভুরি ভোজ জমবে ,
আরো পেট বেড়ে যাবে -
ওজন কি কমবে ?
শুনি নাকি ভীমসেন এসেছিলো আমতায়?
টক ,ঝাল ,মিষ্টি তে ভুরি ভোজ জমবে ,
আরো পেট বেড়ে যাবে -
ওজন কি কমবে ?
ধুৎতেরি ছন্দেতে ভুল ভাল বকছি -
কোবতে তে মন নাই ,
একদম ঠকছি /
বড়ো বড়ো কথা লেখা কাব্যিক মন্ত্রে -
মাথা শুধু জ্ঞানে ভরা যান্ত্রিক তন্ত্রে ,
তুমি বাপু জ্ঞানী গুণী -
তবু নাহি সন্ধি ,
আমাদের মাথা ভরা দুস্টুমি ফন্দি //
কোবতে তে মন নাই ,
একদম ঠকছি /
বড়ো বড়ো কথা লেখা কাব্যিক মন্ত্রে -
মাথা শুধু জ্ঞানে ভরা যান্ত্রিক তন্ত্রে ,
তুমি বাপু জ্ঞানী গুণী -
তবু নাহি সন্ধি ,
আমাদের মাথা ভরা দুস্টুমি ফন্দি //
চাঁদের পাহাড় প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বাংলা রোমাঞ্চকর উপন্যাস / আমরা সবাই জানি , আবার পরে ফেললাম কি অসাধারণ শিল্প ..যেন আফ্রিকায় চলে গেছি , উপন্যাস টি বহুবার পড়েছি আবার পড়লাম কিছু শিখবার জন্য পরন্ত বয়সে রোমাঞ্চ অনুভব করবার জন্য ... আমার বন্ধুরা আপনারাও তাড়াতাড়ি আর এক বার পরে ফেলুন / সব সময় আমরা বড়বেশি গম্ভীর আলোচনা করি , আজ একবার কিশোর সেজে আনন্দ পেলাম ... আপনারাও সেই দিন গুলিতে উঁকি মেরে দেখুন না মজা পাবেন , এবার ভাবছি আবোল তাবোল ও সুকুমার সমগ্র আবার পড়বো , আর আমার ছেলেকেও বলবো ইংরিজি বলা কমিয়ে একটু আবোলতাবোল বা সংকর , অথবা ট্যাশ গরু হয়ে একটা দিন থাক দিকিনি /
বন্ধু ধীমান
বন্ধু ধীমান
Comments
Post a Comment