কথায় আছে শ মে অস্সি বেইমান ফিরবি মেরা ভারত মহান ..... কথাটি শুনলে অনেকের মান এ লাগবে , কারণ আজ মান কে সম্বল করে জীবন ধারণ / আর হুশ কোথায় ? বেহুশ হয়ে গেছে / "বড়ো বড়ো দেশে ছোট ছোট ঘটনা ঘটেই থাকে " একটি পরিচিত সিনেমার ডায়লগ/ আমার দেশের অবস্থা ঠিক সেই রকম - রাজনীতিতে এখন পয়সার খেলা ভোটের প্রচার থেকে শুরু করে ভোট ব্যাঙ্ক ধরে রাখা সবটাই চলছে পয়সার উপরে / এই সব নামি দামি তথাকথিত সজ্জন ব্যাবসায়ী কুল ধরেখেছে রাজনীতিকে সুতরাং মোদী হোক বা মালিয়া এরা দেশের সম্পদ / নোট বন্দি তে হাজার হাজার বেকার , ব্যাংকের সুদের হার নিম্ন মুখী তাতে কি ? মরবে তো আমার আপনার মতো সাধারণ মানুষ / কার আমলে কত ঘোটালা হয়েছে তার হিসাব আমরা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন এর কাছে শুনবো না অথবা কংগ্রেসের কাছে চোখের সামনে শত শত ঘোটালার সাক্ষী আমরা ভারতের কোনো রাজ্যই পিছিয়ে নেই / অথচ দেশের অন্নদাতা কৃষক আজও আত্ম হত্যা করে , দেশের দুই স্তম্ভ সেনা ও কৃষক তারা আজ সুরক্ষিত নয় কেন ? আমেরিকার পাচাটা পাকিস্তানী দালাল রা দেশের নব যৌবন কে বাজি রেখেছে পাকিস্তানের কাছে , আর আমরা শুধুই কুপমণ্ডুকের মতো কূপের মধ্যে লম্ফো ঝমফো করছি , মনে রেখো বন্ধু সরকার আমাদের জন্য সরকারের জন্য আমরা নোই , দেশের সংবিধান কে সম্মান করে ওঁদের পাঁচ বছরের জন্য আমরা কাজে রেখেছি ,আমাদের পয়সায় প্লেনে চড়ে ওঁরা বিদেশ ঘোরে ,সাম্মানিক পায় , আর দেশ সেবার নামে রাজ্ নাগপাশে আমাদের পেশন করে / দেশের অখণ্ডতার উপর নেমে এসেছে কালো মেঘ / ইন্দিরা জীর থেকে নরেন্দ্র মোদী কে অনেক কিছু শিখতে হবে , নিউ ইন্ডিয়া বা আচ্ছে দিনের মিথ্যা স্বপ্ন দেখিয়ে আর যাই হোক বাঙালিকে বোকা বানানো যাবে না ... কয়েক দিন আগেকার কিছু হেড লাইন তুলে ধরলাম আপনারা বুদ্ধিমান বুঝতে পারবেন -
LOC पे ४०० पाकिस्तानी आतंकी खरे है / पाकिस्तान लगातार गोला दाग़ रहे है , और भारत बड़ा बड़ा बात बोल रहा है .... जैसे
१ .. कैंपों में हमलों पर PAK को सेना की चेतावनी- न आतंकी बचेंगे न उनके मददगार /
२ .... 3 दिन में 6 जवान शहीद, देश की मांग- जोरदार करो पलटवार, PAK को एक और सर्जिकल स्ट्राइक का डर / घाटी में लगातार आतंकीहमले से केंद्र हरकत में, राजनाथ ने बुलाई हाई लेवल मीटिंग /
३.. रक्षा मंत्री ने दिए 10 सख्त संकेत, जानकर पाकिस्तान हो जाएगा बेचैन!
निर्मला की चेतावनी पर पाकिस्तान की घुड़की, कहा- भारत को उसी की भाषा में देंगे जवाब /
तो केया हुआ आप का .... भारत को उसी की भाषा में ....कब देंगे जवाब ? आप लोग डरपोक है ....
Last of all we want revenge against Pakistan, we want justice for our nation, we want war. Indian politicians murdaabaad.. leave your seats you all are backboneless, hopeless and coward.
I will protest for my country. If you have dare then shoot me / जय हिन्द .... जय जवान ..... बन्दे मातरम
শেষে আমার একটি কবিতা দিয়ে এই প্রতিবেদন টি শেষ করি বন্ধু --

করে তোলো মোরে মানুষ -
সত্যি করের মানুষ /
যারা কাঁদে ওদের সাথে ,
যারা করে না ভয় পদমর্যাদার -
যারা ঘৃণা করে বিলাসিতার ,
যারা ত্যাগ করে দেয় তাদের জন্য -
সব স্বার্থ ,আমি হবো তাদের মতোই ,
আমি ঘৃণা করি যারা ভায়ের রক্ত শোষে -
হত্যা করে নিজের স্বার্থে , অক্ষমতার রোষে /
তারা অপদার্থ , আমি হবো তাদের মতো -
যারা ত্যাগ করে সব স্বার্থ //

ধীমান ভট্টাচার্য ( সবজান্তা গামছাওয়ালা )
 

Comments

Popular posts from this blog