https://www.youtube.com/watch?v=ddIoYHNtc74&feature=youtu.be ...... ধীমানের ছবি ও স্বরচিত কবিতা পাঠ ----
ভিডিও টি তোমাদের জন্য বন্ধু ,..... দেখো ও সবাই কে দেখিও ..... বন্ধু ধীমান ( সবজান্তা গামছাওয়ালা )



 
 
 
ঘণ্টাখানেক সঙ্গে সুমন: (প্রথম পর্ব)- বঙ্গরাজনীতির নতুন পার্বণ, বিজেপিকে টেক্কা দিতে আগেভাগে রামনবমী পালনের ঘোষণা তৃণমূলের, ‘বিপদে পড়ে রাম নাম’, কটাক্ষ বিজেপির। (দ্বিতীয় পর্ব)- বাঘের ভয়ে কাঁটা তিন জেলার মানুষ, শিকেয় পরীক্ষার প্রস্তুতি, আতঙ্কে রাত জেগে পাহারা, গোয়ালতোড়ে বাঘের থাবায় জখম গ্রামবাসী
Tuesday, 13 March 2018 4:51 PM
ঘণ্টাখানেক সঙ্গে সুমন: (প্রথম পর্ব)- 
রাম নাম জপনা অর পড়ায়া মাল আপনা .... কে কত রাম ভক্ত ,আর কার ভক্তিতে কত জোর এই নিয়ে বীর বিক্ক্রমে নেমে পড়েছেন দুটি দল / যে মানুষ গুলি প্রতি রাতে এক গ্লাস জল খেয়ে খালি পেটে শুতে যান তারাও রামকে ডেকে ঘুমাতে যান যাতে পরের দিন টা কিছু খেতে পান কিন্তু দুর্ভাগ্য , রাম তাদের কথা শোনেন না , উচ্চ শিক্ষা লাভ করেও যে যুবক চার হাজার টাকার বেতনে গাধার মতন খাটেন তিনিও রামকে ডেকে ঘুমাতে যান ,কিন্তু দুর্ভাগ্য , রাম তাদের কথা শোনেন না ,কৃষক রামের নাম নিয়ে সারা দিন ঘাম ঝরিয়ে উপযুক্ত দাম পান না অবশেষেশে আত্মহত্যা করতে হয় ..... রামের নামে সীমান্তে সৈন্য মরে , আর জাতির জনক "হে রাম" বলে দেহত্যাগ করেন রাম ?ফিরেও তাকান না / রামের নামে আজ রাজনীতি চলছে , রাম এ হেনো চটুল রাজনীতিবিদ দের দিকে কৃপা দৃষ্টি বর্ষণ করে চলেছেন / তাই এই লড়াই ,তাই এই রাম তুষ্টি / এটা একটা নোংরা রাজনীতি /একটি ধর্ম নিরপেক্ষ দেশে সাধারণ মানুষের নিজ ধর্ম পালন করার অধিকার আছে, হিন্দুই হন বা মুসলমান অথবা ক্রিশ্চান , কিন্তু কোনো স্বীকৃত রাজনৈতিক দল যখন একটি ধর্মাচরণ নিয়ে বাড়া বাড়ি করেন তখন তাকে বলা হয় তুষ্টিকরণ / তবুও দুর্ভাগ্য বসত ধর্মের নামে ওই রাজনৈতিক দল গুলি জয় লাভ করেন , আমরাই তাদের ভোট দি কিন্তু কিসের বিচারে ? উত্তর একটাই রাম নাম জপনা অর পড়ায়া মাল আপনা .... নিজের শুখ ও স্বার্থ .... বাকি ইস্যু গুলি ব্যার্থ ... কে কোথায় খেতে পেলোনা ... কে কোথায় আত্মহত্যা করলো ... কার এক মাত্র ফুটফুটে ফুলের মতো মেয়ে টা ধর্ষিতা হলো ... কে চাকরি পেলো আর কে পেলোনা ... প্রতি রাতে সীমান্তে কোন জবান ভাইয়ের মার কোল চিরকালের মতো খালি হলো ... কোন প্রতিভাবান যুবক রাজনীতি করতে গিয়ে গোষ্ঠী দ্বন্ধে প্রাণ হারালো ... তাতে আমার কি ?তাইতো বলেছি .. রাম নাম জপনা অর পড়ায়া মাল আপনা ... আজকাল তো নির্বাচনের আগে কে বড়ো শিব ভক্ত ... আর কার গলায় কত বড়ো পৈতে .... তা নিয়ে মিডিয়ায় ঝড় ওঠে ... টি আর পি কত বাড়লো সেই হিসেবে মত্ত হন আমাদের ভরসা ও আশার স্থল মিডিয়া কুল .... সবই চলছে রামের কৃপায় / শেষে বলি রাম নাম জপনা অর পড়ায়া মাল আপনা .... 

বারুদের গন্ধ ..... 
ধীমান ভট্টাচার্য (সবজান্তা গামছাওয়ালা ) 

ছেলেটি জন্মে ছিল - 
হাতে বারুদের গন্ধ নিয়ে , 
জন্মে ছিল এই গ্রহে - 
পেলেস্তিন , সিরিয়া অথবা কাশ্মীরে - 
হাতটা বারে বারে ধুয়ে - 
পরিষ্কার করতে চেয়েছিলো , 
কিন্তু পারেনি গন্ধ টা মুছে ফেলতে / 
সকালে ,সন্ধ্যায় ডানে আর বামে , 
কখনো অতি ডানে বা অতি বামে - 
প্রশ্ন করেছিল এ গন্ধ কার ? 
আমার না তোমাদের দেওয়া !!!! 
উত্তর পায় নি - 
পেয়েছিলো অবজ্ঞা ... আর হানাহানি / 
তাইতো হাতে তুলে নিলো কলম , 
আর তুলি - 
গন্ধ টা ভয় পেলো , এলো প্রতিবাদ - 
ছেলেটির আজ পথ সোজা - 
না ডান না বাম বন্ধু শুধু প্রতিবাদ //

Comments

Popular posts from this blog

It’s enough with speech … give reply with bulletshttps://youtu.be/S0f1fdQ_cCQ It’s enough with speech … give reply with bullets If you have some time … please check the video for your nation