https://youtu.be/A_qMmEU_Pcc
Ambedkar Jayanti .......

Ambedkar Jayanti processions are carried out by his followers at Chaitya Bhoomi in Mumbai and Deeksha Bhoomi in Nagpur. It is a customary for senior national figures, such as the President, Prime Minister and leaders of major political parties, to pay homage at the statue of Ambedkar at the Parliament of India in New Delhi. It is celebrated throughout the world especially by Dalits who embraced Buddhism after his example. In India, large numbers of people visit local statues commemorating Ambedkar in procession with lot of fanfare.....

আম্বেদকর জয়ন্তী .... ২০১৮ আজ দেশের গণতন্ত্র কে নাড়িয়ে দিলো , কিন্তু কেন ? কারণ বাবা সাহেব কে একদল মানুষ আজ ভয় পাচ্ছেন / বাবা সাহেবের মূর্তি আজ কালিমা লিপ্ত হচ্ছে , খণ্ডিত হচ্ছে এর পিছনে আছে বড়ো রাজনৈতিক মাথা ও কিছু সমাজের কীটাণু , আমি বার বার বলে এসেছি প্রত্যেকটি রাজনৈতিক দল এই কীটাণু দের হাতে রাজনৈতিক ঝান্ডা তুলেদিয়েছে রাজনৈতিক সংঘঠন তৈরী করবার জন্য / বর্ণ ও জাতিবাদ , ধর্মবাদ এখন ভোট ব্যাংকের ছাতার তলায় রাজনৈতিক কীটাণু দের হাতে পরিচালিত হচ্ছে / গণতন্ত্র ও জাতীয়তাবোধ আজ আবার স্বৈচারী রাজতন্ত্রে পরিণত হয়েছে বিগত ২০ বছরে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে এই স্বৈচারী রাজতন্ত্র ও তাদের ধামাধরা কীটাণুরা রাজ্ করে চলেছে / গণতন্ত্র ও জাতীয়তাবোধ আজ আবার ভুলুন্ঠিত ও পরাধীনতার শিকার / আমার দেশ ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ দেশ এ দেশে হিন্দু , মুসলমান , শিক , ঈসায়ী , সকলের মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার আছে / কিন্তু বাঁচতে দিচ্ছে না অশিক্ষা আর ভোট ব্যাংকের রাজনীতি / সুতরাং দেশের পট পরিবর্তনের সময় এসে গেছে , এই পরিবর্তন সাধারণ মানুষই করতে পারে //

কাঠুয়া ধর্ষণ ও খুন: বিচার চাইলেন নির্যাতিতা নাবালিকার বাবা-মা / অপর দিকে কাশ্মীরে প্রতি রাতে ভারত মাকে যেমন ধর্ষণ করেচলেছে পাকিস্তান ... সে রকম .... নাবালিকা কেও ধর্ষণ ও খুন করা হলো ? ??? তার কারণ আগে বহুবার বলেছি উন্মাদনা ঘৃণ্য মানসিকতা / উত্তাল কাশ্মীরে গণতন্ত্র ও জাতীয়তাবোধ আজ আবার ভুলুন্ঠিত ধর্ষিতা তার কারণ হলো কাশ্মীরের রাজনীতি জাতীয়তাবোধের রাজনীতি , আর রাজনীতির জন্য সুযোক নিচ্ছে সমাজের কীটাণুরা , অশিক্ষা ও গরিবির কারণে বেড়ে উঠছে উন্মাদনা ঘৃণ্য মানসিকতা / দেশের মহা নগর গুলিতে একটা মোমবাতি মিছিল করে লোকদেখানো রাজনীতি এর সমাধান নয় কারণ ওই যে বললাম রাজনৈতিক ছাতার তলাতে বেড়ে ওঠা কীটাণুরা ও এই সব মিছিলের পিছনে থাকে / গোড়াতে আঘাত করতে হবে ... রাজনীতি কে বোঝাতে হবে ... হয় আমাদের সুন্দর ভাবে বাঁচতে দাও না হলে ... মানে মানে .... সরে পরো... ৫ বছর দিলাম / এটাই গণতন্ত্র এটাই হবে আসল
আম্বেদকর জয়ন্তী //

ছাড়পত্র
সুকান্ত ভট্টাচার্য
যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে
তার মুখে খবর পেলুম:
সে পেয়েছে ছাড়পত্র এক,
নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার
জন্মমাত্র সুতীব্র চিৎকারে।
খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্ঠিবদ্ধ হাত
উত্তোলিত, উদ্ভাসিত
কী এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়।
সে ভাষা বোঝে না কেউ,
কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার।
আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা
পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের—
পরিচয়-পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর
অস্পষ্ট কুয়াশাভরা চোখে........

বন্দে মাতরম ..... জয় হিন্দ ..... ধীমান ভট্টাচার্য ( সবজান্তা গামছাওয়ালা )

Comments

Popular posts from this blog